Advertisement
E-Paper

কোভিড নয়, দিব্যা ভাটনগরের স্বামীই তাঁর মৃত্যুর কারণ, বিস্ফোরক ‘গোপী বহু’ দেবলীনা

‘সাথ নিভানা সাথিয়া’ সিরিয়ালে একসঙ্গে অভিনয় করতেন দেবলীনা ও দিব্যা। সেই থেকেই গভীর বন্ধুত্ব তাঁদের। গত ৯-১০ বছরের আলাপ।

দেবলীনা ভট্টাচার্য ও দিব্যা ভাটনগর।

দেবলীনা ভট্টাচার্য ও দিব্যা ভাটনগর।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২০ ১৭:১৬
Share
Save

এক জন মহিলাকে যৌন হেনস্থা করেছিলেন দিব্যা ভাটনগরের স্বামী। জেলেও যেতে হয়েছিল তাঁকে। আর আজ দিব্যা যে এ জগতে নেই, তার জন্য দায়ী ওঁর স্বামী। প্রয়াত অভিনেত্রী দিব্যা ভাটনগরের স্বামীর বিষয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করলেন ‘গোপী বহু’ দেবলীনা ভট্টাচার্য।

‘সাথ নিভানা সাথিয়া’ সিরিয়ালে একসঙ্গে অভিনয় করতেন দেবলীনা ও দিব্যা। সেই থেকেই গভীর বন্ধুত্ব তাঁদের। গত ৯-১০ বছরের আলাপ। একে অন্যের পরিবার হয়ে উঠেছিলেন। এক সপ্তাহ ধরে কোভিডের সঙ্গে লড়াই করার পর সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ৩৪ বছরের অভিনেত্রী। এ ভাবে দিব্যার চলে যাওয়াটা মেনে নিতে পারছেন না তাঁর বন্ধু অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য।

সোমবার রাতে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো করে দেবলীনা জানালেন, দিব্যার স্বামী গগন গব্রু অত্যন্ত খারাপ মানুষ। দিব্যা অসুস্থ থাকাকালীন এক দিনের জন্যও পাশে এসে দাঁড়ায়নি। কিন্তু সবথেকে বড় কথা, বিবাহিত জীবনে কখনও সুখী রাখেনি তাঁকে। দিব্যা ভাটনগরকে রোজ মারধর করতেন গগন। দেবলীনার অভিযোগ, ‘‘যে পরিমাণ মানসিক ও শারীরিক অত্যাচার চলেছে দিব্যার উপরে, তার পরে ছোট কোনও রোগের সঙ্গে লড়াই করার ক্ষমতাও থাকে না মানুষের। তাঁর গয়না চুরি করে চলে গিয়েছিল। বিবাহবহির্ভূত নানা সম্পর্কে জড়িত গগন।’’

A post shared by Devoleena Bhattacharjee (@devoleena)

আরও পড়ুন: করোনায় প্রয়াত মাত্র ৩৪ বছরের এই টেলি অভিনেত্রী

ওই ভিডিয়োয় দেবলীনা বলছেন, ‘‘আমাকে ছেড়ে চলে গেল দিব্যা। এই তো মোটে নিজের মতো করে জীবনযাপন করা শুরু করেছিল সে। সবে সিদ্ধান্ত নিয়েছিল যে আর কখনও কারওর ফাঁদে পা দেবে না। আমার মনে হয়, ভগবান নিজেই ওর দুঃখ-যন্ত্রণা সহ্য করতে পারছিলেন না।’’ কথা বলতে বলতে কেঁদে ফেলেন দেবলীনা। একই ভিডিয়োতে গগন গব্রুকে হুমকি দিয়েছেন দেবলীনা, ‘‘শিমলায় তুই যে ছ’মাসের জন্য জেলের হাওয়া খেয়ে এসেছিলি, সেটা মনে কর। কারণ আবার সেখানেই যাবি তুই। তোর সমস্ত গল্প আমি সামনে আনব। তুই বলেছিলি যে দিব্যার মা আর ভাই পাবলিসিটির জন্য তোর সম্পর্কে খারাপ কথা বলে! হিমাচল থেকে এখানে এসে দিব্যার কাছে ভিক্ষা করতে হয়েছিল তোকে। নয়তো কোথাও থাকার জায়গা ছিল না তোর। দিব্যা তো বোকা। ও তো তখন চিনতে পারেনি তোকে। কিন্তু আজ তোর জন্য ও আমাদের সঙ্গে নেই। গগনের সমস্ত প্রেমিকাকে বলছি, তোমরাও চিনে নাও ওকে। দরকারে আইনি ব্যবস্থা নাও। না হলে একদিন দিব্যার জায়গায় তোমরা থাকবে।’’

আরও পড়ুন: কোভিড আক্রান্ত বলিউড অভিনেত্রী কৃতী স্যানন

Devoleena Bhattacharjee Divya Bhatnagar Gagan Gabru Covid Instagram Saath Nibhana Saathiya

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

এটি একটি প্রিন্ট আর্টিক্‌ল…

  • এমন অনেক খবরই এখন আপনার হাতের মুঠোয়

  • সঙ্গে রোজ পান আনন্দবাজার পত্রিকার নতুন ই-পেপার পড়ার সুযোগ

  • ই-পেপারের খবর এখন শুধুই ছবিতে নয়, টেক্সটেও

প্ল্যান সিলেক্ট করুন

ক্যানসেল করতে পারবেন আপনার সুবিধামতো

Best Value
প্রতি বছরে

৫১৪৮

১৯৯৯

প্ল্যানটি সিলেক্ট করে 'Subscribe Now' ক্লিক করুন।শর্তাবলী প্রযোজ্য।
*মান্থলি প্ল্যান সাপেক্ষে
প্রতি মাসে

৪২৯

১৬৯

প্ল্যানটি সিলেক্ট করে 'Subscribe Now' ক্লিক করুন।শর্তাবলী প্রযোজ্য।