হোলি আর্টিজান ক্যাফেতে সন্ত্রাসবাদী হামলার উপর ভিত্তি করে নির্মিত ‘ফরাজ়’, সম্প্রতি যার ট্রেলার ভাগ করে নিয়েছিলেন হনসল। —ফাইল চিত্র
শিল্পীর স্বাধীনতা খর্ব করতে চাইল না বিচারব্যবস্থা। মুক্তি স্থগিত হচ্ছে না হনসল মেহতা পরিচালিত ‘ফরাজ়’-এর। দিল্লি হাইকোর্ট এ কথা স্পষ্ট করে দিয়েছে। সেই সঙ্গে দিয়েছে এক শর্তও। সিনেমা শুরুতে বিবৃতি দিতে হবে যে, এই ছবিতে ব্যবহৃত যাবতীয় আক্রমণ-দৃশ্য এবং ঘটনা পুরোপুরি কাল্পনিক।
ছবির ঝলক মুক্তির পর থেকেই এসেছে একের পর এক বাধা। ২০১৬ সালে বাংলাদেশের ঢাকায় হোলি আর্টিজান ক্যাফেতে সন্ত্রাসবাদী হামলার উপর ভিত্তি করে নির্মিত ‘ফরাজ়’। সম্প্রতি ট্রেলার ভাগ করে নিয়েছিলেন হনসল। তার পর সমাজমাধ্যমে তাঁকে আক্রমণ করা হয়। আদালতে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করে বাংলাদেশের হোলি আর্টিজান ক্যাফেতে সন্ত্রাসবাদী হামলায় নিহতদের পরিবার।
নতুন ছবির খবর ভাগ করে যে টুইট করেছিলেন হনসল, তাতে প্রতিক্রিয়া জানিয়ে এক ব্যক্তি লেখেন, “আপনার নিজের লজ্জিত হওয়া উচিত। আপনি এক জন নির্লজ্জ ব্যক্তি। ক্ষতিগ্রস্ত পরিবারের অনুমতি না নিয়ে লাভের জন্য একটি ভয়ঙ্কর ট্র্যাজেডিকে কাজে লাগাচ্ছেন। নিজের দেশের ঘটনা নিয়ে ছবি বানাচ্ছেন না কেন?”
উক্ত সন্ত্রাসী হামলায় নিহত দুই মেয়ের পরিবারের সদস্যরা ছবিটির মুক্তি স্থগিত করতে চেয়ে আদালতের কাছে আবেদন জানান। যদিও সেই আবেদন মঞ্জুর হয়নি। হনসলের ছবিটি ৩ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy