Advertisement
২২ জানুয়ারি ২০২৫
Deepika Padukone

উচ্চারণ নিয়ে সমালোচনা শুনতে শুনতে ভেঙে পড়েছিলেন দীপিকা 

১৯ বছর বয়সে বলিউডের মতো কঠিন জগতে পা রাখাটাকে তিনি কেবল একটি মাত্র বিশেষণ দিয়ে ব্যাখ্যা করলেন। “অতি ভয়ঙ্কর!”

অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।

অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২০ ১৮:৩৫
Share: Save:

২০০৭ সালে বলিউডে পা রাখেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ফারাহ্ খানের ‘ওম শান্তি ওম’ তাঁর প্রথম ছবি। বিপরীতে শাহরুখ খান। তার পর থেকে তাঁকে আর ফিরে তাকাতে হয়নি। আজ তিনি বলিউডের প্রথম সারির তারকা। কিন্তু যতটা খ্যাতি তিনি অর্জন করেছিলেন, ঠিক ততটাই বা তার থেকে বেশি অসম্মান তাঁকে পেতে হয়েছিল। ১৩ বছর পর এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে সেই বিষয়ে মুখ খুললেন দীপিকা।

১৯ বছর বয়সে বলিউডের মতো কঠিন জগতে পা রাখাটাকে তিনি কেবল একটি মাত্র বিশেষণ দিয়ে ব্যাখ্যা করলেন। “অতি ভয়ঙ্কর!” অভিনেত্রী জানালেন, ‘‘আমি কিচ্ছু জানতাম না, বুঝতাম না। ভীষণ অপরিচিত ‌ছিল সবটা। তব শাহরুখ ও ফারাহ্ আমার হাত ধরে আমাকে এগিয়ে যেতে সাহায্য করে‌ছিলেন। সাহস জুগিয়েছিলেন।’’

কিন্তু বলিউডের অন্ধকার দিকটা তিনি চাইলেও ভুলতে পারেন না। দীপিকা জানালেন, ‘‘খুব কঠোর সমালোচনার মুখে পড়েছিলাম। কখনও কখনও সেটা নিষ্ঠুর হয়ে দাঁড়াত। ‘আরে ও তো মডেল! অভিনয়ে ক অক্ষর গোমাংস।’ আমার উচ্চারণ ও অভিনয় নিয়ে খুব খারাপ মন্তব্য করা হয়। লেখালেখিও হয়। ২১ বছর বয়সে সেগুলো বড্ড আঘাত করেছিল আমায়।’’

আরও পড়ুন: কেন এঁদের সঙ্গে দেখা হবে না আপনার? মোদীকে তোপ নুসরতের

তবে সেই ইটপাটকেলগুলোই বোধ হয় তাঁর ভিতরে আগুনটা জ্বালিয়েছিল। আর সেগুলো মনে রেখেই নিজের প্রতিভায় শান দিয়েছিলেন তিনি। দীপিকা বললেন, ‘‘এর ফলে আমি আরও কঠোর পরিশ্রম করতে থাকি। নিঁখুত হওয়ার জন্য পাগলামি করতে থাকি। এর থেকেও গুরুত্বপূর্ণ, ব্যক্তি হিসেবেও আমি বদলাতে থাকি। ব্যর্থতাকে গ্রহণ করার ক্ষমতা বাড়ে। সমালোচনা আমাকে অনেক কিছু শিখিয়েছে। তাই বলব, আমি আসলে সেই সমালোচনার জন্য আজ কৃতজ্ঞ।’’

আরও পড়ুন: মাতৃবিয়োগ এ আর রহমানের

অন্য বিষয়গুলি:

Deepika Padukone heartbroken accent Acting Capability Om Shanti Om Bollywood
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy