Advertisement
২৬ ডিসেম্বর ২০২৪
Deepika Padukone

খলচরিত্রে

সম্প্রতি রাজস্থানে বর্ষবরণ উদ্‌যাপন করে ফিরেছেন অভিনেত্রী। ইনস্টা-অ্যাকাউন্টে বেড়ানোর কিছু ছবি ও ভিডিয়ো পোস্ট করেছেন।

দীপিকা পাড়ুকোন

দীপিকা পাড়ুকোন

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২১ ০০:০৩
Share: Save:

প্রত্যেক বারই ছবির খলচরিত্রের কাস্টিংয়ে চমক থাকে ‘ধুম’ ফ্রাঞ্চাইজ়ির। জন আব্রাহাম, হৃতিক রোশন, আমির খানের পরে এ বার ‘ধুম ফোর’-এ নেতিবাচক চরিত্রে দেখা যেতে পারে দীপিকা পাড়ুকোনকে। ‘ধুম ফোর’-এ ভিলেন হিসেবে মহিলা চরিত্রের কথাই ভেবেছে যশরাজ ফিল্মস। প্রস্তাব গিয়েছে দীপিকার কাছে। প্রথম বার নেতিবাচক চরিত্রে অভিনয় করার জন্য দীপিকাও খুব উৎসাহী। কিন্তু তাঁর হাতে রয়েছে ‘পাঠান’ ও শকুন বত্রার ছবি কাজ। তাই তিনি কবে সময় দিতে পারবেন, তার উপরে নির্ভর করছে সবটাই।

সম্প্রতি রাজস্থানে বর্ষবরণ উদ্‌যাপন করে ফিরেছেন অভিনেত্রী। ইনস্টা-অ্যাকাউন্টে বেড়ানোর কিছু ছবি ও ভিডিয়ো পোস্ট করেছেন। সেখানে কমেন্ট সেকশনে লিখেছেন, ‘‘মাঝেমাঝেই আমার কাছের মানুষরা বলেন যে, আমি পেশাগত জীবনে যা-ই হই না কেন, ব্যক্তিজীবনে বদলাইনি। এর পিছনে তাঁদের কত বড় ভূমিকা রয়েছে, আমি জানি। পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটানো জরুরি। তা হলেই নিজের শিকড় ধরে রাখা যায়।’’ কিন্তু মিনিট দশেকের মধ্যেই কমেন্ট-সহ সব ছবি ডিলিট করে দেন দীপিকা। আবার কিছুক্ষণ পরে সে-সব পোস্ট করেন। বারেবারে দীপিকার পোস্ট ডিলিটের পিছনে আসল খল কে, তা অবশ্য এখনও স্পষ্ট নয়।

অন্য বিষয়গুলি:

Deepika Padukone Dhoom 4 Bollywood
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy