Advertisement
১৮ জানুয়ারি ২০২৫
Saurav-Darshana Marriage Anniversary

‘এক বছরে বুঝেছি, সৌরভ খুব লক্ষ্মী ছেলে, আমিই একটু ঝগড়া করি’, বিবাহবার্ষিকীতে দর্শনা

ঘর সাজিয়ে স্ত্রীকে চমকে দিয়েছেন সৌরভ। একগুচ্ছ উপহার ও ফুলের তোড়ায় ভরিয়ে দিয়েছেন অভিনেত্রীকে। চমক পেয়ে দর্শনাও উষ্ণ আলিঙ্গন করে প্রীতিচুম্বন করেছেন সৌরভকে।

Darshana Banik shares her experience staying with husband Saurav Das

সৌরভ-দর্শনার প্রথম বিবাহবার্ষিকী। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৪ ১৬:৪৯
Share: Save:

দেখতে দেখতে কেটে গেল এক বছর। ২০২৩-এর ১৫ ডিসেম্বর গাঁটছড়া বেঁধেছিলেন সৌরভ দাস ও দর্শনা বণিক। পিঁড়িতে করে কনেকে ঘোরানোর কোনও বিষয় ছিল না সেই বিয়েতে। সৌরভের দিকে বরমালা হাতে পায়ে হেঁটেই এগিয়ে এসেছিলেন দর্শনা। বর-কনে চোখে চোখ রাখতেই আবহে বেজে উঠেছিল প্রেমের গান। সে দিনের পর থেকে এক ছাদের তলায় থাকা শুরু তারকা দম্পতির। একাধিক অনুষ্ঠানে হাতে হাত রেখে দেখা গিয়েছে তাঁদের। বিয়ের প্রথম বর্ষপূর্তিতে কী করলেন তাঁরা?

ঘর সাজিয়ে স্ত্রীকে চমকে দিয়েছেন সৌরভ। একগুচ্ছ উপহার ও ফুলের তোড়ায় ভরিয়ে দিয়েছেন অভিনেত্রীকে। চমক পেয়ে দর্শনাও উষ্ণ আলিঙ্গন করে প্রীতিচুম্বন করেছেন সৌরভকে। একসঙ্গে কেক কেটেছেন দম্পতি। সেই সব মুহূর্ত ভেসে উঠেছে দর্শনা-সৌরভের ইনস্টাগ্রাম স্টোরিতে। তবে উদ্‌যাপন আজই হচ্ছে না। সেই পরিকল্পনা আপাতত আগামীর জন্য তুলে রাখা হয়েছে। আনন্দবাজার অনলাইনকে জানান দর্শনা। তাঁর কথায়, “কাল রাতে বাড়িটা সাজিয়ে আমার জন্য সারপ্রাইজ় প্ল্যান করেছিল। তার পর কেক কেটেছিলাম। আজ তেমন কিছুই আমরা করছি না। পর পর বেশ কিছু অনুষ্ঠানে আমাদের যেতে হচ্ছে। বাড়িতে একসঙ্গে খাওয়াদাওয়া করব। আমার সবচেয়ে পছন্দের পোলাও-পাঁঠার মাংস রান্না হয়েছে। আর আমি নিজে হাতে সুগার-ফ্রি কেক তৈরি করেছিলাম খেজুর দিয়ে। সৌরভের সেটা খুব ভাল লেগেছে।”

এক বছর একসঙ্গে থাকার উপলব্ধিও নাকি অন্য রকম! সৌরভকে নতুন করে আবিষ্কার করেছেন দর্শনা। অভিনেত্রী বলেন, “বিয়ের আগে তো আমরা একসঙ্গে থাকিনি কখনও। বিয়ের পরে একসঙ্গে থেকে বুঝলাম, সৌরভ খুবই লক্ষ্মী ছেলে। ওর কিছুতেই সমস্যা নেই। ওকে শুধু ভাত ও পেঁয়াজ কেটে দিলেও খেয়ে নেবে, আবার মাংস-ভাত দিলেও খেয়ে নেবে। মাটিতে বসে খেতে হলেও ও খেয়ে নেবে। ও খুবই ঝুটঝামেলাহীন একটা মানুষ। ও খুবই বোঝে সুবিধা-অসুবিধা।”

যদিও নিজে নাকি বেশ ঝগড়া করেন অভিনেত্রী। হাসতে হাসতে দর্শনার সৎ স্বীকারোক্তি, “আমি আবার অন্য রকম। ও-ই হয়তো বলবে, আমি ঝগড়া করি। আমি একটু ঘ্যানঘ্যানও করি। আমিই বেশি কথা বলি। ও সেই তুলনায় শান্ত। আসলে সৌরভ মাত্র ১৮ বছর বয়স থেকে একা থেকেছে। ও দায়িত্ব নিতে জানে। আমি আবার অনেক বড় হয়ে কাজের জন্য একা থেকেছি।”

এই এক বছরে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়েছেন তারকা দম্পতি। যদিও নিছক বেড়াতে যাওয়ার জন্য শুধু কাশ্মীরেই গিয়েছিলেন। বাকিটা কাজের জন্য ঘুরেছেন। তবে বিবাহবার্ষিকী উদ্‌যাপনের জন্য সময় পেলেই কেরলে বেড়াতে যাওয়ার পরিকল্পনা রয়েছে সৌরভ-দর্শনার।

বিবাহবার্ষিকী উপলক্ষে কিছু মুহূর্তের ভিডিয়ো পোস্ট করে দর্শনা লিখেছেন, “আমাদের প্রত্যেকটা দিন যেন সুখে কাটে। তুমি আমার সঙ্গী, প্রিয় বন্ধু, আমার অপরাধের সঙ্গী, আমার হাসিখুশির মুহূর্তের সঙ্গী, আরও অনেক কিছু। শুভ বিবাহবার্ষিকী।”

দর্শনা পাহাড় ভ্রমণের ভিডিয়ো ভাগ করে নিয়েছিলেন। অন্য দিকে, সৌরভের সমাজমাধ্যমে্র পাতায় সমুদ্র ভ্রমণের ঝলক। ক্রিস্টিনা পেরির জনপ্রিয় গান ‘থাউজ্যান্ড ইয়ার্স’-এর পঙ্‌ক্তি ব্যবহার করে সৌরভ লেখেন, “আরও হাজার বছর একসঙ্গে থাকব। শুভ বিবাহবার্ষিকী হে প্রিয়।”

অন্য বিষয়গুলি:

Saurav Das Darshana Banik
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy