Advertisement
২১ ডিসেম্বর ২০২৪
Bhuban Badyakar

Badam Kaku: মঞ্চে ‘কাঁচা বাদাম’ গান, শ্রোতারা উন্মাদ! বিয়েবাড়ি ছেড়ে ‘বাদাম কাকু নাইট’-এ দর্শনা

এই প্রথম মঞ্চ। সামনে মাইক। ভুবন কি সামান্য হতচকিত?  একেবারেই না, জানিয়েছেন দর্শনা। ‘‘বাদামকাকু নিজে সবটা উপভোগ করেছেন। সুন্দর সামলেছেনও! সঙ্গে কাকুর ছেলেও থাকছেন। ফলে, সব মিলিয়ে তিনি বিনোদনের টোটাল প্যাকেজ! রিল বানানোর সময়েও তাই। মঞ্চের উপরেও তাই।’’

 ‘বাদামকাকু’ ভুবন বাদ্যকার এবং দর্শনা বণিক।

‘বাদামকাকু’ ভুবন বাদ্যকার এবং দর্শনা বণিক।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২২ ১৫:২৩
Share: Save:

এই প্রথম মঞ্চে ‘বাদামকাকু’ ভুবন বাদ্যকার। সামনে মাইক। তিনি ঝলমলে সিক্যুইনের পোশাকে!

প্রথমে একটি-দু’টি অন্য গান। তারপরেই যে গানের জন্য হা-পিত্যেশ, সেই ‘কাঁচা বাদাম’ তাঁর কণ্ঠে। নিমেষে বদলে গেল আসরের চেহারা। আট থেকে আশি, সবাই নাচছেন! সবার হাতে মোবাইল। সবাই ভিডিয়ো করতে ব্যস্ত। এই মুহূর্তের সাক্ষী দর্শনা বণিক। আনন্দবাজার অনলাইনে সেই অনুষ্ঠানের অভিজ্ঞতা সরাসরি অভিনেত্রীর কথায়— ‘‘বিয়ে বাড়ির নিমন্ত্রণ ছিল। যেই শুনেছি ‘বাদাম কাকু’ নাইট হচ্ছে, সঙ্গে সঙ্গে ঠিক করলাম কোনও ছাড়াছাড়ি নেই। সারা দেশ কাঁচা বাদামের সঙ্গে রিল ভিডিয়ো বানিয়ে ফেলল। আর আমার একটাও নেই। কী লজ্জা!’’ হাসতে হাসতে ফোনে স্বীকার দর্শনার। তার পরেই লাল শাড়ি, গয়নায় সেজে বাবাকে সঙ্গে নিয়ে এক ঢিলে দুই পাখি মেরেছেন। দুটো অনুষ্ঠানেই গিয়েছেন তিনি। স্বয়ং বাদামকাকু তাঁর সঙ্গে রিলে নেচেছেন! উচ্ছ্বসিত দর্শনার দাবি, ‘‘এটা একদম এক্সক্লুসিভ! দেশের অন্য কেউ এটা করতে পারেননি।’’

এই প্রথম মঞ্চ। এই প্রথম সামনে মাইক। ভুবন কি সামান্য হতচকিত? একেবারেই না, জানিয়েছেন দর্শনা। ‘‘বাদামকাকু নিজে সবটা উপভোগ করেছেন। সুন্দর সামলেছেনও! সঙ্গে কাকুর ছেলেও থাকছেন। ফলে, সব মিলিয়ে তিনি বিনোদনের টোটাল প্যাকেজ! রিল বানানোর সময়েও তাই। মঞ্চের উপরেও তাই।’’ গানের তালে গায়ক-শ্রোতা উভয়েই দুলেছেন? বাংলা তথা দক্ষিণী নায়িকার মতে, ভুবন শুধুই গেয়েছেন। যা শুনে দর্শক-শ্রোতাদের উন্মাদনা দেখার মতো। যা দেখে আপ্লুত ‘বাদামকাকু’ স্বয়ং। তিনি নাকি জানিয়েছেন, বাদাম বিক্রি ছেড়ে দেবেন। গানকেই আগামিতে পেশা হিসেবে বেছে নিতে চলেছেন। রিল বানানোর সময় কেবল নেচেছেন। দরকারে একাধিক বার শ্যুট করেছেন। আর অনুষ্ঠান শেষে সাক্ষাৎকার নেওয়ার ঢল।

সব দেশেশুনে দর্শনার আন্তরিক চাওয়া— ‘‘ভীষণ আন্তরিক, সরল-সোজা মানুষ এই ‘বাদাম কাকু’। ওঁর গানের মতো। হয়তো সেই কারণেই ওঁর গান সবার মন ছুঁয়েছে। ঈশ্বরের কাছে একান্ত প্রার্থনা, ওঁর প্রতিভা যেন হারিয়ে না যায়। রাণু মণ্ডল বা আরও অনেকের মতো। ভুবন বাদ্যকার তাঁর গানে গানে যেন এ ভাবেই থেকে যান আজীবন।’’

অন্য বিষয়গুলি:

Bhuban Badyakar Kacha Badam Song Darshana Banik
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy