শাহরুখ ও করিনা।
আমপানের দাপটে পশ্চিমবঙ্গ রীতিমতো বিধ্বস্ত। শহরের বুকে অনেক জায়গায় বুধবার সন্ধে থেকে বিদ্যুৎ সংযোগ, জল সরবরাহ নেই। মোবাইলও প্রায় অচল নেটওয়র্কের অভাবে। সুন্দরবনের দিকে ক্ষয়ক্ষতি আরও বেশি। হাজার হাজার মানুষ গৃহহারা। আমপানের তাণ্ডব তাঁদের শেষ সম্বলটুকুও কেড়ে নিয়েছে। এ রকম ভেঙেচুরে যাওয়া বাংলার চেহারা দেখে বলিউডও প্রার্থনায় শামিল। শাহরুখ খান লিখেছেন, ‘‘আমার প্রার্থনা রইল ওড়িশা ও পশ্চিমবঙ্গের জন্য। ওখানকার মানুষ আমার নিজের লোক, আমার পরিবারের মতো। আমপানের তাণ্ডবের ছবি দেখে আমার ভিতরে শূন্যতা টের পাচ্ছি। এই পরিস্থিতিতে লড়াই করার জন্য আমাদের প্রত্যেককে অনেক শক্ত হতে হবে।’’ অন্য দিকে পরিচালক সুজিত সরকার লকডাউন কাটাচ্ছেন কলকাতায়। আমপান চলে যাওয়ার পরেই তিনি টুইট করেন যে, এ রকম বিধ্বংসী ঝড় তিনি আগে কখনও দেখেননি। ‘ন্যূনতম’ ক্ষতির অনুমান ছিল তাঁর। তবে পরে ক্ষয়ক্ষতির বিপুল পরিমাণ বুঝতে পেরে আর একটি টুইটে তিনি লেখেন, এই পরিস্থিতি কাটিয়ে উঠতে সকলের সাহায্য প্রয়োজন। তাঁর টুইটে রিপ্লাই করেন ভূমি পেডনেকর, তাপসী পান্নু। ভূমিও বাংলার জন্য প্রার্থনা করেছেন। টিভি ও সোশ্যাল মিডিয়ায় কলকাতা ও শহরতলির বিপর্যস্ত অবস্থার ছবি দেখে টুইট করেছেন শাবানা আজ়মি, ভিকি কৌশল। অন্য দিকে করিনা কপূর আমপানের হামলায় গাড়ির উপরে ভেঙে পড়া গাছ, জলমগ্ন কলকাতার ছবি দিয়েছেন ইনস্টাগ্রামে। সেখানেই লিখেছেন, ‘‘জিম, ডোমেস্টিক ফ্লাইট বন্ধ, রোজ একই বানানা ব্রেডে বোর হচ্ছেন?’’ নিজের সমস্যা নিয়ে বলার আগে সকলকে আর একবার ভাবতে অনুরোধ করেছেন অভিনেত্রী। কর্ণ জোহর, রিতেশ দেশমুখ, রাজকুমার রাও-সহ বলিউডের অনেকেই পশ্চিমবঙ্গের জন্য প্রার্থনা করছেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy