Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪

করোনা আক্রান্ত ‘কসৌটি জিন্দেগি কি’ তারকা, বন্ধ হল শুটিং

ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে ধারাবাহিকটির শুটিং। অন্যান্য টেকনিশিয়ান এবংশিল্পীদেরও করোনা পরীক্ষা হবে বলে জানা গিয়েছে।

পার্থ সমথন।

পার্থ সমথন।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১২ জুলাই ২০২০ ১৭:৩৩
Share: Save:

আবারও বলিউডে করোনা। এ বার কোভিড আক্রান্ত হলেন জনপ্রিয় হিন্দি ধারাবাহিক ‘কসৌটি জিন্দেগি কি’-র মুখ্য চরিত্র অনুরাগ বসু ওরফে পার্থ সমথন। ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে ধারাবাহিকটির শুটিং। অন্যান্য টেকনিশিয়ান এবং শিল্পীদেরও করোনা পরীক্ষা হবে বলে জানা গিয়েছে।

ধারাবাহিকটির প্রযোজক একতা কপূরও পার্থের নাম উল্লেখ না করে এ দিন টুইটারে লেখেন, “প্রযোজনা হাউজের তরফ থেকে সমস্ত রকমের নির্দেশিকা মানা হচ্ছে। আমাদের কাছে আমাদের সদস্যদের সুরক্ষা সবার আগে”।

একতার টুইট

গত ২৭ জুন প্রায় তিন মাস গৃহবন্দী থাকার পর আবারও শুটিং শুরু করেন পার্থ। ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করে তিনি লেখেন, “প্রায় তিন মাস পরে আবারও নিউ নরম্যালে”। কিন্তু হঠাৎই প্রিয় নায়কের এই খবরে উদ্বিগ্ন ফ্যানেরা। তাঁর দ্রুত আরোগ্য কামনায় অনুরাগীরা।

আরও পড়ুন- এ বার করোনা পজিটিভ ঐশ্বর্যা-আরাধ্যাও

করোনা সংক্রমণের মধ্যেই নানা নিয়ম-শর্ত মেনে আবারও শুটিং শুরু হয়েছে মুম্বইয়ে। অভিনেতারাও ক্রমশ যোগ দিচ্ছিলেন কাজে। কিন্তু গতকাল জয়া বচ্চন বাদে বচ্চন পরিবারের বাকি সদস্যদের করোনা সংক্রমণ এবং আজ পার্থের কোভিড আক্রান্ত হওয়ার ঘটনা প্রকাশ্যে আসার পরে কি দুশ্চিন্তা গ্রাস করছে ফিল্মস্টারদের মনেও?

অন্য বিষয়গুলি:

coronavirus parth samthan covid-19 ekta kapoor mumbai bollywood amitabh bacchan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy