Advertisement
২৩ জানুয়ারি ২০২৫
Srijit Mukherjee

‘আলাদা থেকেই লড়ব’, দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরলেন সৃজিত-প্রসেনজিৎ

শহরে ফিরেই টুইটারে সৃজিত লেখেন, “একদিন আগেই দেশে ফিরতে হয়েছে। কিন্তু আমাদের দক্ষিণ আফ্রিকা এবং কলকাতা টিমকে ধন্যবাদ। তাঁদের পরিশ্রমেই শুট শেষ করতে পেরেছি। এখন ১৪ দিন হোম কোয়রান্টিনে থাকব কারণ ভারতের পক্ষে এ এক দুঃসহ সময়। আমরা সবাই মিলে এই রোগের মোকাবিলা করব কিন্তু কিছু দিনের জন্য একসঙ্গে থেকে নয়।”

মুখ ঢেকেছেন সৃজিত-প্রসেনজিৎ।

মুখ ঢেকেছেন সৃজিত-প্রসেনজিৎ।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৯ মার্চ ২০২০ ১১:২৮
Share: Save:

মিমি চক্রবর্তী এবং জিতের পর দক্ষিণ আফ্রিকা থেকে নির্ধারিত দিনের এক দিন আগেই দেশে ফিরলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। বৃহস্পতিবার সৃজিতের পরবর্তী ‘কাকাবাবু’ সিরিজের শুটিং শেষ করে জোহানেসবার্গ বিমানবন্দর থেকে দুবাই হয়ে সকাল ৮ টা নাগাদ কলকাতা বিমানবন্দরে নামে টিম ‘কাকাবাবু’। দু’জনেরই মুখ ঢাকা ছিল মাস্কে। সংবাদমাধ্যমের সঙ্গেও মুখ ঢেকেই কথা বলেন তাঁরা।

সৃজিত জানিয়েছেন, করোনায় আক্রান্ত ১৬টি দেশের মধ্যে আফ্রিকা নেই বলে রাজারহাটে আইসোলেশন সেন্টরে যাওয়ার প্রয়োজন হয়নি তাঁদের। তবে আগামী ১৪দিনের জন্য তাঁরা নিজেরাই ‘হোম কোয়রান্টিন’-এ (গৃহ পর্যবেক্ষণ) থাকবেন। পাশাপাশি এয়ারপোর্ট কর্তৃপক্ষের করোনা সংক্রান্ত সব ধরনের পরীক্ষাতেই প্রাথমিক ভাবে পাশ করেছেন তাঁরা।

শহরে ফিরেই টুইটারে সৃজিত লেখেন, “একদিন আগেই দেশে ফিরতে হয়েছে। কিন্তু আমাদের দক্ষিণ আফ্রিকা এবং কলকাতা টিমকে ধন্যবাদ। তাঁদের পরিশ্রমেই শুট শেষ করতে পেরেছি। এখন ১৪ দিন হোম কোয়রান্টিনে থাকব কারণ ভারতের পক্ষে এ এক দুঃসহ সময়। আমরা সবাই মিলে এই রোগের মোকাবিলা করব কিন্তু কিছু দিনের জন্য একসঙ্গে থেকে নয়।”

আরও পড়ুন-আমার করোনা ডায়েরি

দেখুন সৃজিতের টুইট

এ দিকে গতকালই সাংসদ এবং অভিনেতা মিমি চক্রবর্তীও জানিয়েছিলেন আপাতত ১৪দিন বাড়িতেই থাকবেন তিনি। এ বার জিৎ এবং মিমির মতোই একই পথে হাঁটতে চলেছেন সৃজিত-প্রসেনজিৎ।

আরও পড়ুন-করোনার ফাঁদে গৃহবন্দি টলিপাড়ার ‘লাভ-বার্ডস’, কোথায় যাচ্ছেন, কী করছেন তাঁরা?

অন্য বিষয়গুলি:

Srijit Mukherjee Prosenjit Chatterjee Kakababu South Africa Tollywood Coronavirus
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy