Advertisement
২১ জানুয়ারি ২০২৫
Coronavirus

কোন কোন টলিউড তারকার বিয়েতে পড়ল করোনা-কাঁটা?

করোনাতঙ্কের এমন অস্থির সময়ে দাঁড়িয়ে এ বছর বিয়ের প্ল্যানই বানচাল হওয়ার পথে রণিতা দাস ও সৌপ্তিক চক্রবর্তীর।

সৌপ্তিক-রণিতা-তৃণা-নীল-সৌরভ-ত্বরিতা

সৌপ্তিক-রণিতা-তৃণা-নীল-সৌরভ-ত্বরিতা

ঈপ্সিতা বসু
শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২০ ০১:৪১
Share: Save:

জীবন চলছে না সোজা পথে। হিসেবকষা জীবনের সব ছক বদলে দিয়েছে মারণ ভাইরাস। যার জেরে পিছিয়ে গেল টলিউডের বেশ কয়েক জন তারকার বিয়ে।

১৫ এপ্রিল সাত পাকে বাঁধা পড়তেন অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়, দীর্ঘ দিনের বন্ধু অভিনেতা কুণাল বর্মার সঙ্গে। কিন্তু করোনাভাইরাস ও লকডাউনের জেরে সেলেবজুটির বিয়েতেও পড়ল বাধা। হিন্দি ধারাবাহিকের অভিনেত্রী পূজা এক সময়ে ‘চ্যালেঞ্জ টু’, ‘হইচই আনলিমিটেড’-এর মতো কয়েকটি বাংলা ছবিতেও অভিনয় করেছেন। তিন বছর আগেই ‘হাফ গার্লফ্রেন্ড’-এর অভিনেতা কুণালের সঙ্গে এনগেজমেন্ট হয় তাঁর। ধুমধাম করে বিয়ে করার প্ল্যান ছিল দু’জনের। পূজা বললেন ‘‘বাঙালি মতে রীতি মেনে বিয়ে করতাম। সঙ্গে মেহেন্দি, ককটেল পার্টিরও আয়োজন ছিল। কিন্তু সব বাতিল। লকডাউনের মেয়াদ শেষ হলে আইনি বিয়ে করব। তার পর সব কিছু স্বাভাবিক হলে রিসেপশনের প্ল্যান।’’ পূজার স্বরে বিষণ্ণতা। তবে আইনি পদ্ধতিতে বিয়েটা সেরে সংসার কী ভাবে শুরু করবেন, তা নিয়েও ভাবছেন তিনি। কারণ, বিয়ের আয়োজনে বিভিন্ন ক্ষেত্রে অনেকটা টাকাই দেওয়া হয়ে গিয়েছিল। তা ফেরত পাওয়ার আদৌ কোনও সম্ভাবনা আছে কি না, তা নিয়েও চিন্তায় অভিনেত্রী।

করোনাতঙ্কের এমন অস্থির সময়ে দাঁড়িয়ে এ বছর বিয়ের প্ল্যানই বানচাল হওয়ার পথে রণিতা দাস ও সৌপ্তিক চক্রবর্তীর। ছোট পর্দার এই জুটি দশ বছরের সম্পর্কে সামাজিক সিলমোহর বসাতে চলতি বছরকেই বেছে নিয়েছিলেন। ঠিক ছিল, বৈশাখ মাস পড়লে বিয়ের দিন ধার্য করা হবে। কিন্তু করোনার কোপে এখন তা অলীক কল্পনা। ‘‘চেয়েছিলাম ‘ব্যান্ড বাজা বারাত’-এর মতো আমাদের বিয়ে হোক। কিন্তু এই পরিস্থিতিতে অর্থনৈতিক ধাক্কা কাটিয়ে আমরা কতটা কী করতে পারব, সেটা খুবই চিন্তার। এমন পরিস্থিতির জন্য কেউই তৈরি ছিল না,’’ চিন্তান্বিত ‘ইষ্টি কুটুম’-এর বাহা।

রণিতা-সৌপ্তিক

বিয়ে মানে যেমন দুটি হৃদয়ের মিলন, তেমনই দুটি পরিবারেরও স্বপ্নপূরণ। ‘দুর্গা দুর্গেশ্বরী’র মৃন্ময় অর্থাৎ সৌরভ চট্টোপাধ্যায় এখনও বুঝে উঠতে পারছেন না, বিয়েটা কবে করবেন। মাস ছয়েক আগে থেকেই ঠিক ছিল, বান্ধবী ত্বরিতার (চট্টোপাধ্যায়) সঙ্গে নভেম্বর বা ডিসেম্বর নাগাদ সাত পাকে বাঁধা পড়বেন সৌরভ। সেই মতো প্রস্তুতিও নিচ্ছিলেন তরুণকুমারের নাতি। কিন্তু আগে থেকে ঠিক করা সেই বিয়ে পিছিয়ে গেল অনির্দিষ্ট কালের জন্য। ‘‘বিয়ে নিয়ে আমাদের দুই পরিবারই খুব উৎসাহী, কিন্তু সেটা এখন কবে বাস্তবায়িত হবে জানি না,’’ আক্ষেপের সুর ‘বাঘবন্দি খেলা’র সনিয়া অর্থাৎ ত্বরিতার কণ্ঠে। অনুকূল সময়ের প্রতীক্ষায় ত্বরিতা-সৌরভ।

করোনা পরবর্তী অর্থনৈতিক মন্দা, অনিশ্চয়তা, টানাপড়েনের কারণে এ বছর বিয়ের সিদ্ধান্ত থেকে সরে এলেন অভিনেতা ওম। ছোট পর্দার অভিনেত্রী মিমি দত্তের সঙ্গে তাঁর অনেক দিনের সম্পর্ক। একই কারণে বিয়ের ভাবনা শতহস্ত দূরে রাখছেন অভিনেত্রী মানালি দে ও পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায়। ‘‘এ বছর হয়তো আমাদের বিয়ের প্ল্যান ছিল না, কিন্তু পরিস্থিতির চাপে আরও অনেকটা সময় আমাদের অপেক্ষা করতে হবে,’’ বললেন মানালি দে।

তৃণা-নীল

শোনা গিয়েছে, ২০২১-এর ফেব্রুয়ারিতে বিয়ে করবেন অভিজিৎ ‘নীল’ ভট্টাচার্য ও তৃণা সাহা। তাঁরা এই মুহূর্তে মুখ খুলতে রাজি নন। তবে ‘কৃষ্ণকলি’-র নিখিল অর্থাৎ নীল বললেন, ‘‘লকডাউনের মেয়াদ আরও বাড়লে পূর্ব নির্ধারিত পরিকল্পনা ধাক্কা খেতে পারে।’’

আরও পড়ুন: সবে মিলে করি কাজ

তারকাদের মন দেওয়া-নেওয়া অনেক দিন আগেই হয়ে গিয়েছে, অপেক্ষা ছিল শুধু একটা সইয়ের। শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতিতে নতুন জীবনে প্রবেশের আনন্দ ভাগ করে নেওয়ার। মারণ ভাইরাসের আতঙ্ক কাটলে কবে বাজবে বিয়ের সানাই, তার উত্তর কারওরই জানা নেই।

আরও পড়ুন: নববর্ষে এইচআইভি পজিটিভ শিশুদের সাহায্যের হাত বাড়ালেন মিমি

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেনআপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

অন্য বিষয়গুলি:

coronavirus Health Coronavirus Lockdown Tollywood
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy