শিলাদিত্য মুখোপাধ্যায় ও শ্রেয়া ঘোষালের সঙ্গে পরাগ আগরওয়াল
খ্যাতির বিড়ম্বনা বোধ হয় একেই বলে! একজন গানের দুনিয়ার শিখরে। অন্যজন, প্রযুক্তি দুনিয়ার। ছোটবেলায় তাঁদের মধ্যে বন্ধুত্বও ছিল। আপাতত সেটিই দুই ভিন্ন দুনিয়ার তারকার অনুরাগীদের চর্চার বিষয়! পরাগ আগরওয়াল এবং শ্রেয়া ঘোষাল কত ভাল বন্ধু ছিলেন? জানার আগ্রহে ১০ বছর আগের টুইট খুঁজে বের করছেন তাঁরা। তাই নিয়ে চলছে বিস্তর গবেষণা। যা দেখে সম্ভবত অস্বস্তিতে পড়েছেন শ্রেয়া ঘোষাল। তাই বুধবার হঠাৎই তিনি টুইটারে বিস্ফোরক, ‘১০ বছর আগে আমরাও ছোট ছিলাম! একে অন্যকে টুইট তো করবই! এই নিয়েও এত কৌতূহল?’
টুইটারের শীর্ষ পদে অভিষিক্ত হওয়ার পরে দুই বন্ধুর কিছু টুইট আচমকাই প্রকাশ্যে আসে। ২০১০ সালের এপ্রিলে শ্রেয়াকে ট্যাগ করে পরাগ লিখেছেন, ‘নিউজিল্যান্ড। একা নয়।’ দ্বিতীয় টুইটটি ২০১১ সালের ৩০ মে। পরাগ লিখেছেন, ‘শ্রেয়া গাড়ির লম্বা সফরে সব সময় তোকে মনে পড়ে।’ পরাগ আরও লেখেন, ‘কি চলছে আজকাল?’ দুই দিকপালের এই ধরনের খুনসুটি নজরে আসতেই সবাই উপভোগ করতে থাকেন বিষয়টি। সঙ্গে দানা বাঁধতে থাকে কৌতূহলও।
http://t.co/TFBak72jL9 pic.twitter.com/2MHtXsJTca
— Parag Agrawal (@paraga) February 8, 2015
আবিষ্কারের নেশায় সামনে আসতে থাকে তাঁদের আরও টুইট। যেমন, কখনও পরাগ শ্রেয়াকে লিখেছিলেন, ‘ডিপিটা বেশ সুন্দর। কী খবর, কেমন আছিস’? আবার টুইটারের শীর্ষ পদে আসীন হওয়ার পরে বাল্যবন্ধুকে টুইটেই শুভেচ্ছা জানিয়েছেন তিনি। একের পর এক টুইট প্রকাশ্যে আসতেই অবশেষে ফের টুইটেই কিছুটা সুর চড়িয়েছেন গায়িকা। তাঁর প্রশ্ন, '১০ বছর আগে টুইট চালু হয়েছে। তখন আমরাও বাচ্চা ছিলাম! ছেলেবেলার বন্ধুকে টুইট করব না!'
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy