পহেলগাঁও কাণ্ডের পর থেকে ভেঙে পড়েছেন ভারতী সিংহ। গত কয়েক দিন ধরে মানসিক ভাবে বিপর্যস্ত তিনি। শেষ পর্যন্ত ক্যামেরার সামনে এসে কান্নায় ভেঙে পড়লেন কৌতুকশিল্পী। কাশ্মীরে মধ্যবিত্ত পর্যটকেরা বেড়াতে যান। সেখানে গিয়ে এমন পরিণতি কী ভাবে হয়, প্রশ্ন তুলেছেন ভারতী।
নিজের ভিডিয়োতে ভারতী বলেছেন, “গত কয়েক দিন ধরে খুবই বিষণ্ণ আমি। জানি না, অন্য কেউ আমার এই অনুভূতি বুঝবেন কি না। জম্মু-কাশ্মীর ও পহেলগাঁওয়ের সাংঘাতিক ভিডিয়োগুলি যত বার দেখছি, আমার মন ভেঙে যাচ্ছে। এগুলো দেখলে ঠিক কেমন লাগছে, আমি বলে বোঝাতে পারব না। ওই ভিডিয়োগুলি দেখে সারা রাত শুধু কেঁদেই চলেছি। ওরা সব ছোট ছোট বাচ্চা। আমি এ সব দেখতে পাচ্ছি না।”
আরও পড়ুন:
দেশের মধ্যবিত্ত পর্যটকদের অন্যতম আকর্ষণ হল কাশ্মীর। সেই প্রসঙ্গে ভারতী বলেছেন, “যাঁদের টাকাপয়সা আছে, তাঁরা দুবাই, সিঙ্গাপুর, ব্যাঙ্কক, এই সব জায়গায় বেড়াতে যান। কিন্তু মধ্যবিত্ত বা দরিদ্র পরিবারের মানুষ আজও ছুটি কাটাতে ডালহৌসি, কাশ্মীর, শিমলা বেড়াতে যান। এই শ্রেণির মানুষ দেশের বাইরে বেড়াতে যাওয়ার কথা ভাবতেও পারে না। কিন্তু এই জায়গাগুলিও যদি নিরাপদ না হয়, তা হলে মানুষ কোথায় যাবে?”
এর পরেই নিজের শৈশবের স্মৃতি তুলে আনেন ভারতী। তিনি বলেন, “আমরা যখন খুব গরিব ছিলাম, তখন আমাদের বেড়াতে যাওয়ার জায়গা বলতে ছিল শুধু বৈষ্ণোদেবী মন্দির। প্রতি বছর অপেক্ষা করে থাকতাম শুধু এটুকুর জন্যই। আমাদের মতো বহু মানুষ আছেন। কিন্তু এখন খুব ভয় লাগছে। দয়া করে শান্তি বজায় রাখুন।”