Advertisement
২৭ জানুয়ারি ২০২৫
Remo D'Souza at Maha Kumbha 2025

পাকিস্তান থেকে প্রাণনাশের হুমকি পেয়েছিলেন রেমো! দু’দিন পরেই ডুব দিলেন ত্রিবেণী সঙ্গমে

সম্পূর্ণ কালো বস্ত্রে মহাকুম্ভে গিয়ে ধ্যান করতে দেখা যায় রেমোকে। মহাকুম্ভে যাওয়ার আগে নিজের মুখ কালো চাদরে ঢেকে রেখেছিলেন তিনি।

Choreographer Remo D’souza took a holy dip at Maha Kumbha’s Triveni Sangam after receiving messages from Pakistan

মহাকুম্ভে রেমো। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২৫ ১৫:০৪
Share: Save:

দু’দিন আগেই প্রাণনাশের হুমকি পেয়েছেন রেমো ডি’সুজ়া। জানা গিয়েছে, পাকিস্তান থেকে ইমেল মারফত হুমকি আসে তাঁর কাছে। সেই বিষয়ে অবশ্য কোনও প্রতিক্রিয়া দেননি পরিচালক তথা নৃত্য পরিচালক। হুমকির আবহেই তিনি পৌঁছে গেলেন মহাকুম্ভে! সঙ্গে গিয়েছেন তাঁর স্ত্রী লিজ়েল ডি’সুজ়াও।

প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে ডুব দেন রেমো। ঈশ্বরের আশিস প্রার্থনা করেন। সেই মুহূর্তের ভিডিয়ো সমাজমাধ্যমে নিজেই ভাগ করে নেন রেমো। সম্পূর্ণ কালো বস্ত্রে মহাকুম্ভে গিয়ে ধ্যান করতে দেখা যায় রেমোকে। মহাকুম্ভে যাওয়ার আগে নিজের মুখ কালো চাদরে ঢেকে রেখেছিলেন তিনি। নদীতে ডুব দেওয়ার সময়ে নজরে আসে তাঁর গলার রুদ্রাক্ষের মালা। জোড় হাত করে সূর্যপ্রণাম করেন তিনি। স্বামী কৈলাসনন্দ গিরি মহারাজের থেকেও আশিস চান তিনি।

পাকিস্তান থেকে হুমকি আসার দু’দিন পরেই মহাকুম্ভে রেমোর ভ্রমণ বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন তাঁর অনুরাগীরা। বৃহস্পতিবার রেমোর কাছে হুমকিবার্তা এসেছিল। সইফের ঘটনার পর থেকে বলিউডে বার বার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। তার মধ্যেই এই হুমকিবার্তা যেন আরও আতঙ্ক ছড়িয়েছে। রেমো ডিসুজ়ার কাছে আসা হুমকিবার্তায় বলা হয়েছিল, ‘‘নিজেদের প্রচারের জন্য এমন বার্তা দেওয়া হয়নি। তাই কেউ এই বিষয়টিকে হালকা ভাবে নেবেন না। আমরা আপনাদের রোজকার জীবনযাপনের উপর নজর রাখছি।’’ আট ঘণ্টার মধ্যে হুমকিবার্তার কোনও সদুত্তর না এলে পরিণতি ভয়াবহ হবে বলেও লেখা ছিল সেই ইমেলে।

শুধু রেমো নয়, এই হুমকি এসেছিল কপিল শর্মা ও রাজপাল যাদবের কাছেও। যদিও কেউই এখনও এই হুমকির কোনও প্রতিক্রিয়া দেননি।

অন্য বিষয়গুলি:

Maha Kumbha 2025 Remo D'Souza Viral Video
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy