Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Rock Concert

Rock Concert: রকগানের দ্বিধাহীন ইস্তাহারের মুহূর্তগুলো ফিরে আসছে কলকাতার বুকে

ভরা হল। গলা ছেড়ে গান। তাতে গলা মেলানোর চেনা মুহূর্ত ফিরছে শহরের বুকে। দক্ষিণ দমদমে পাইকপাড়ার মোহিত মৈত্র মঞ্চে আসছে ‘চিল্ড্রেন অফ রক’।

ভরা প্রেক্ষাগৃহে গানে গলা মেলানোর চেনা মুহূর্ত ফিরতে চলেছে শহরের বুকে।

ভরা প্রেক্ষাগৃহে গানে গলা মেলানোর চেনা মুহূর্ত ফিরতে চলেছে শহরের বুকে।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২১ ২০:১১
Share: Save:

‘শোনো আমরা কি সবাই বন্ধু হতে পারি না?’ গলা ছেড়ে সকলের সঙ্গে গলা মেলানোর ডাক। গানে গানে এক হওয়ার এক বলিষ্ঠ আহ্বান।

এ ছবি পরিচিত হলেও বহু দিন তার দেখা পায়নি কেউ। করোনার ধাক্কায় বন্ধুত্বের এই দ্বিধাহীন ইস্তাহার যেন দীর্ঘ কাল নজরের আড়ালে। অতিমারির ভয় কাটিয়ে এখন ধীরে ধীরে উঠে দাঁড়াচ্ছে কলকাতা। উত্সবের মরসুম পেরিয়ে উত্তেজনার পারদ কমার লক্ষণ নেই তেমন। তার মধ্যেই কলকাতার রকপ্রেমীদের জন্য এল সুখবর।

ভরা প্রেক্ষাগৃহ। গলা ছেড়ে গান। তাতে গলা মেলানোর চেনা মুহূর্ত ফিরতে চলেছে শহরের বুকে। শনিবার দক্ষিণ দমদমে পাইকপাড়ার মোহিত মৈত্র মঞ্চে আসছে ‘চিল্ড্রেন অফ রক’। শহরের একাধিক আন্ডারগ্রাউন্ড রক ব্যান্ডের সঙ্গে সেখানেই সুর মিলিয়ে গেয়ে উঠবেন শ্রোতারা। রক-সন্ধ্যায় সামিল ‘ব্ল্যাকহোল’, ‘ডিসটর্টেড ক্রোমোজোমস’, ‘দ্য আনঅফিশিয়াল ইউটোপিয়া’র মতো ব্যান্ড।

সারা কলকাতা জুড়ে ছেয়ে গিয়েছে ‘চিল্ড্রেন অফ রক’-এর পোস্টার।

সারা কলকাতা জুড়ে ছেয়ে গিয়েছে ‘চিল্ড্রেন অফ রক’-এর পোস্টার।

খোলা মঞ্চে দরাজ গলার সুর। এক সুতোয় গেঁথে নেওয়া অগুনতি শ্রোতাকে। গান-ছোঁয়া বন্ধুত্বের সেই দ্বিধাহীন প্রহরগুলোরই এ বার এ শহরে ফেরার পালা।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE