Advertisement
E-Paper

দাম্পত্যের সাত বছর কেটে গিয়েছে! বর্তমানে কত সম্পত্তির মালিকানা বিরাট-অনুষ্কার?

বর্তমানে তাঁরা দুই সন্তান ভামিকা ও অকায়-এর বাবা-মা। ২০২১-এ বিরাট-অনুষ্কার প্রথম সন্তান ভামিকার জন্ম। ২০২৪-এর ফেব্রুয়ারিতে দম্পতির কোলে এসেছে অকায়।

Check Virat Kohli and Anushka Sharma’s total net worth on their 7th anniversary

বিরাট-অনুষ্কার বিবাহবার্ষিকী। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২৪ ১৪:৫৫
Share
Save

২০১৭ সালের ১১ ডিসেম্বর, বিদেশে গিয়ে বিলাসবহুল বিয়ে সেরে অনুরাগীদের চমকে দিয়েছিলেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। দেখতে দেখতে কেটে গিয়েছে সাত বছর। ইতালির লেক কোমোতে গিয়ে বিয়ে করেছিলেন তারকা দম্পতি। ঘনিষ্ঠ পরিজন ও আত্মীয়েরাই উপস্থিত ছিলেন এই বিয়েতে। বিরাট-অনুষ্কার হাত ধরেই শুরু হয়েছিল ভারতীয় তারকাদের ‘ডেস্টিনেশন ওয়েডিং’। এই মুহূর্তে বি-টাউনের অন্যতম ‘পাওয়ার কাপল’ তাঁরা।

বর্তমানে তাঁরা দুই সন্তান ভামিকা ও অকায়-এর বাবা-মা। ২০২১-এ বিরাট-অনুষ্কার প্রথম সন্তান ভামিকার জন্ম। ২০২৪-এর ফেব্রুয়ারিতে দম্পতির কোলে আগমন অকায়ের। আদর্শ দম্পতির তকমা থাকার পাশাপাশি তাঁদের সম্পত্তির পরিমাণও বিরাট। দু’জনের মোট সম্পত্তির পরিমাণ ১৩০০ কোটি টাকা।

এক দিকে ক্রিকেট তারকা হিসাবে বিসিসিআই-এর সঙ্গে চুক্তিবদ্ধ থাকায় প্রতি বছর ৭ কোটি টাকা আয় বিরাটের। তার সঙ্গে টেস্ট ম্যাচের জন্য ১৫ লক্ষ টাকা পারিশ্রমিক পান তিনি। এ ছাড়া একদিনের আন্তর্জাতিক বা টি-২০ ম্যাচের জন্যও রয়েছে নির্দিষ্ট পারিশ্রমিক। ক্রিকেটের পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ডের হয়ে প্রচার করেও উপার্জন করেন বিরাট। প্রতি ইনস্টাগ্রাম পোস্ট ও এক্স-হ্যান্ডলের পোস্টের জন্য যথাক্রমে ৮.৯ কোটি টাকা ও ২.৫ কোটি টাকা পারিশ্রমিক নেন তিনি। এর পাশাপাশি বিরাট একজন সফল ব্যবসায়ী। একাধিক রেস্তঁরাও রয়েছে তাঁর। বিভিন্ন স্টার্টআপ কোম্পানিতে বিনিয়োগও করেছেন তিনি।

অন্য দিকে, ছবিতে অভিনয় করার পাশাপাশি বর্তমানে প্রযোজক হিসাবেও নিজের পরিচিতি তৈরি করেছেন অনুষ্কা। ‘এন এইচ১০’, ‘পরী’, ‘বুলবুল’-এর মতো সফল ছবি রয়েছে তাঁর ঝুলিতে। তার সঙ্গে অনুষ্কার নিজস্ব পোশাকের ব্র্যান্ড রয়েছে। বিভিন্ন কোম্পানিতেও তিনি বিনিয়োগ করেছেন। ব্র্যান্ডের প্রচার করেও উপার্জন করেন অভিনেত্রী।

Virat Kohli Anushka Sharma

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}