Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
bollywood

মিষ্টি মেয়ের খোলস ছেড়ে কোয়েল যখন রণং দেহী

স্কুল থেকে ফেরার সময় ছোট্ট রনি হঠাৎই কিডন্যাপড হয়ে যায়। হুমকি দিয়ে ফোন আসতে থাকে তার বাবা-মায়ের কাছে। বলা হয়, পুলিশকে কোনওভাবে জানালে আর সুস্থ অবস্থায় ফেরত পাওয়া যাবে না রনিকে। বাবা-মা অথৈ জলে। কী করবেন ভাবতে ভাবতে অগত্যা খবর দেন প্রজ্ঞাপারমিতা মুখোপাধ্যায় অর্থাৎ ‘মিতিন মাসি’কে।

মিতিন মাসির চরিত্রে কোয়েল

মিতিন মাসির চরিত্রে কোয়েল

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০১৯ ১২:৫৮
Share: Save:

এক সময় পূজাবার্ষিকীতে প্রকাশিত সুচিত্রা ভট্টাচার্যের মিতিনমাসির আকর্ষণ এড়ানো কঠিন হতো। লেখিকার মৃত্যুর পরে সেই জায়গাটা ফাঁকা পড়ে ছিল অনেকদিনই। এ বার বইয়ের পাতায় না হলেও পুজোর সময়ে পর্দায় আসতে চলেছে ‘মিতিন মাসি’। নাম ভূমিকায় কোয়েল মল্লিক। পরিচালক অরিন্দম শীল।মঙ্গলবার মুক্তি পেল সেই ছবির ট্রেলার।

স্কুল থেকে ফেরার সময় ছোট্ট রনি হঠাৎই কিডন্যাপড হয়ে যায়। হুমকি দিয়ে ফোন আসতে থাকে তার বাবা-মায়ের কাছে। বলা হয়, পুলিশকে কোনওভাবে জানালে আর সুস্থ অবস্থায় ফেরত পাওয়া যাবে না রনিকে। বাবা-মা অথৈ জলে। কী করবেন ভাবতে ভাবতে অগত্যা খবর দেন প্রজ্ঞাপারমিতা মুখোপাধ্যায় অর্থাৎ ‘মিতিন মাসি’কে। মহিলা গোয়েন্দা বলে প্রথমটায় ভুরু কুঁচকেছিলেন অনেকেই। কিন্তু মিতিন মাসি তো হাল ছাড়বার পাত্রী নন। নিজের প্রখর বুদ্ধিমত্তায় একের পর এক খুলতে থাকেন রহস্যের জট। তারপর কী হয়, তা অবশ্য ছবি মুক্তির পরই জানা যাবে।

সাধারণ ভাবে মিষ্টি মেয়ের চরিত্রেই কোয়েলকে দেখে অভ্যস্ত নেটিজেনরা। কিন্তু ওই ট্রেলারে কোয়েল যেন স্বয়ং মা দুর্গা। ভরপুর আকশন, তুখোড় ডায়লগে ভরা ট্রেলারটি ইতিমধ্যেই দর্শক মহলে প্রশংসা কুড়িয়েছে। কোয়েলকে অন্য ভূমিকায় দেখে দর্শকও উচ্ছ্বসিত। এ ছাড়াও ওই ছবিতে দেখা যাবে বিনয় পাঠক, জুন মাল্য এবং রিয়া বণিককে। অক্টোবরের দুই তারিখে হলে আসবে ওই ছবি।

আরও পড়ুন- সলমন বা রণবীর নয়, ‘ইনশাল্লাহ’য় আলিয়ার সঙ্গে জুটি বাঁধছেন এই সুপারহিট বলি নায়ক!

আরও পড়ুন- জাইরাকে বাঁচাতে লড়াইয়ে প্রিয়ঙ্কা এবং ফারহান!

অন্য বিষয়গুলি:

মিতিন মাসি Koel Maliick Arindam Shil Mitin Mashi Movie Trailer Tollywood
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy