Advertisement
০৬ নভেম্বর ২০২৪

প্রয়াত ‘চক দে ইন্ডিয়া’-র সুখলালজি, পঞ্চাশেই অভিনেতা জাভেদ খান অমরোহীর জীবনাবসান

দেড়শোরও বেশি ছবিতে অভিনয় করেছেন জাভেদ। ‘লাগান’ ছবির জন্য অ্যাকাডেমি পুরস্কারের জন্য মনোনয়ন, পঞ্চাশে প্রয়াত অভিনেতা।

Picture Of Javed khan amrohi

পঞ্চাশে প্রয়াত অভিনেতা জাভেদ খান অমরোহী। ছবি: সংগৃহীত।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:২৭
Share: Save:

অভিনয়ের কেরিয়ার দীর্ঘ। দেড়শোরও বেশি ছবিতে অভিনয় করছেন। শাহরুখ খান, আমির খান, সলমন খান-সহ নামী-দামি তারকার সঙ্গে কাজ করছেন। উইকিপিডিয়া অনুযায়ী, মৃত্যুকালে অভিনেতা জাভেদ খান অমরোহীর বয়স হয়েছিল ৫০ বছর। তাঁর মৃত্যুতে শোকের ছায়া সিনেজগতে।

গত এক বছর থেকেই শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন অভিনেতা। বিছানায় শয্যাশায়ী ছিলেন তিনি। দিন কয়েক আগে মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। সেখানেই মঙ্গলবার শেষ নিশ্বাস ত্যাগ করেন অভিনেতা।

২০০১ সালে ‘লাগান’ ছবির জন্য অ্যাকাডেমি পুরস্কারের জন্য মনোনীত হন জাভেদ। এ ছাড়াও তিনি ‘আন্দাজ আপনা আপনা’, ‘চক দে ইন্ডিয়া’, ‘ফির হেরা ফেরি’-র মতো ছবিতে অভিনয় করেছেন। ‘চক দে ইন্ডিয়া’ ছবিতে তাঁর করা সুখলালের চরিত্রটি প্রশংসা কুড়িয়েছিল দর্শকের। এ ছাড়াও টেলিভিশনে কাজ করেছেন তিনি। তাঁর করা সিরিয়ালগুলির মধ্যে ‘মির্জা গালিব’ অন্যতম। কৌতুক অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছেন অভিনেতা।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE