এক বছর হয়ে গেল মায়ের সঙ্গে কোনও যোগাযোগ নেই ‘অনুরাগের ছোঁয়া’ সিরিয়ালের মিশকা ওরফে অহনা দত্তের। দীপঙ্কর রায়ের সঙ্গে অহনার প্রেম মেনে নিতে পারেননি অহনার মা চাঁদনী গঙ্গোপাধ্যায়। তার পর থেকে প্রেমিকের সঙ্গে আলাদা থাকেন অভিনেত্রী। সম্প্রতি তাঁদের সম্পর্কের এক বছর পূর্ণ হল। এ প্রসঙ্গে আনন্দবাজার অনলাইনকে অহনা বলেছিলেন, “আমার মনে হয় মা তাঁর বন্ধুদের নিয়ে এ ভাবেই জীবনটা উপভোগ করতে চেয়েছিলেন। আমি মাকে মুক্ত করে দিয়েছি।” এ বক্তব্যে বিরক্ত হয়েছেন মা চাঁদনী। সোজা ফোন করলেন আনন্দবাজার অনলাইনের দপ্তরে।
আরও পড়ুন:
তিনি বললেন, “মাকে মুক্তি দিয়েছে না কি মৃত্যু দিয়েছে! ২০১২ সালে অহনার বাবার থেকে আলাদা হয়ে চলে আসার পর অহনাই ছিল আমার সব। আমার মা-বাবা ওর জন্য নিজেদের ব্যবসাও বিক্রি করে দেন। এখন ও বলছে বন্ধুদের সঙ্গে সময় কাটাতে চাইতাম আমি? আগে তো এমনটা প্রয়োজন ছিল না আমার। মেয়েকে বড় করাই তো আমার স্বপ্ন ছিল। মৃত্যুর আগেই আমি মরে যেতে চাই না। আমায় বাঁচানোর জন্য বন্ধুরা ঝাঁপিয়ে পড়েছিল। ওরা আমার সবচেয়ে ছোটবেলার বন্ধু। জানুয়ারি মাস থেকে আমি বিশ্বাস করি আমার কোনও সন্তান নেই।”
এ প্রসঙ্গে অহনার তরফ থেকে কোনও মন্তব্য শোনা যায়নি। ‘অনুরাগের ছোঁয়া’ সিরিয়ালটির মাধ্যমেই দর্শক মনে বিশেষ জায়গা করে নেন অহনা। মায়ের সম্মতি না মিললেও, দীপঙ্করের পরিবারের সবাই অহনাকে খুবই ভালবাসেন। প্রেমিককে পেয়ে তাঁর জীবন সম্পূর্ণ, এ কথা বার বার বলেছেন অহনা।