Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Celina Jaitley

কলকাতার পাশে সেলিনা

যাঁরা করোনা মোকাবিলায় নানা কাজে যুক্ত রয়েছেন, তাঁদের জন্যও চিন্তিত তিনি।

সেলিনা

সেলিনা

শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২০ ০০:৩৩
Share: Save:

বিদেশে থাকলেও সেলিনা জেটলি ভোলেননি নিজের শহর কলকাতাকে। করোনার কামড়ে বিশ্বের প্রতিটি মানুষ অসহায়। এই পরিস্থিতিতে অস্ট্রিয়া থেকেই কলকাতার দুঃস্থ ও গরিব মানুষদের পাশে থাকতে চান বলে তিনি এখানকার কয়েকজন বন্ধুর সঙ্গে যোগাযোগ করেছিলেন। ওই বন্ধুদের সাহা্য্যেই তিনি কলকাতার বিভিন্ন এলাকার প্রায় ২৪০০টি দুঃস্থ পরিবারের কাছে পৌঁছে দিয়েছেন প্রতিদিনের রেশন। তিনি জানালেন, ‘‘লকডাউনের জন্য আমিও গৃহবন্দি অস্ট্রিয়ায়। মানুষের প্রতিদিনের প্রয়োজনীয় জিনিসপত্র জল, রেশন যাঁদের কাছে পৌঁছতে পাচ্ছে না, তাঁদের জন্যই এই দান।’’

যাঁরা করোনা মোকাবিলায় নানা কাজে যুক্ত রয়েছেন, তাঁদের জন্যও চিন্তিত তিনি। সেলিনার কথায়, ‘‘আমি খুবই চিন্তিত, যাঁরা নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে অন্যের মুখে খাবার তুলে দিচ্ছেন। তাই নিজেরা সাবধানে থাকুন আর নিয়মবিধি মেনেই সব কিছু বিতরণ করবেন।’’ তাঁর দেওয়া অনুদান থেকে ডানলপ, রাজাবাজার, খিদিরপুর এলাকার গরিব- দুঃস্থদের চাল-ডাল, আলু বিতরণ করা হয়েছে বলেই শোনা গিয়েছে।

প্রসঙ্গত, সেলিনা গত বছরই কলকাতা এসেছিলেন তাঁর ওয়েব ফিল্ম ‘ সিজ়নস গ্রিটিংস’-এ অভিনয় করতে। এই ছবিটি দিয়েই প্রায় আট বছর পরে আবার পর্দায় ফিরলেন অভিনেত্রী। তাঁর কথায়, ‘‘আমার ছবির প্রযোজকের কাছে আমি ঋণী, এমন সুযোগ করে দেওয়ায়।’’

অন্য বিষয়গুলি:

Celina Jaitley Coronavirus India Lockdown
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE