Advertisement
২২ জানুয়ারি ২০২৫
Breaking Bad

ফের শিরোনামে ‘ব্রেকিং ব্যাড’, ২০ লক্ষ টাকায় বিক্রি হল ‘হোয়াইট’ অন্তর্বাস!

আমেরিকান ড্রামা সিরিজ় ‘ব্রেকিং ব্যাড’-এর জনপ্রিয়তার কথা কারও অজানা নয়। সিরিজ় শেষের ১০ বছর পরেও ফের চর্চায় ওয়াল্টার হোয়াইট।

Photograph of Bryan Cranston as Walter White.

নিলামে ২৬ লক্ষ টাকায় বিক্রি অন্তর্বাস, ফের চর্চায় ওয়াল্টার হোয়াইট। ছবি: সংগৃহীত।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৩ ১৪:৫৬
Share: Save:

২০০৮ সালের ২০ জানুয়ারি। মুক্তি পায় আমেরিকা ড্রামা সিরিজ় ‘ব্রেকিং ব্যাড’-এর প্রথম সিজ়নের প্রথম এপিসোড। বাকিটা ইতিহাস। পাঁচ বছরে মুক্তি পেয়েছে সিরিজ়ের পাঁচটি সিজ়ন। প্রতি সিজ়নে চড়চড়িয়ে বেড়েছে দর্শকের সংখ্যা। সিরিজ়ের আইএমডিবি রেটিং ৯.৫, সঙ্গে ৯৬ শতাংশ ‘রটেন টোম্যাটোজ়’। টেলিভিশনের জগতে অন্যতম সেরা সিরিজ়ের তকমা পেয়েছে ‘ব্রেকিং ব্যাড’। ২০১২ সালে মুক্তি পায় সিরিজ়ের পঞ্চম ও শেষ সিজ়ন। তার ১১ বছর পরে ২০২৩ সালেও প্রায় অমলিন আমেরিকান সিরিজ়ের জনপ্রিয়তা। সম্প্রতি এক নিলাম অনুষ্ঠানে মিলল তার উদাহরণ। ভারতীয় মুদ্রায় প্রায় ২৬ লক্ষ টাকায় বিক্রি হল সিরিজ়ের মুখ্য চরিত্র ওয়াল্টার হোয়াইটের সাদা রঙের অন্তর্বাস। প্রথম সিজ়নের প্রথম এপিসোডে যে অন্তর্বাস পরে বন্দুক উঁচিয়ে দাঁড়িয়ে ছিলেন ওয়াল্টার হোয়াইট তথা অভিনেতা ব্রায়ান ক্র্যানস্টন।

Photograph of Bryan Cranston as Walter White.

নিলামে উঠেছিল স্কাইলারের সিগারেটের বাক্স, জেসির মোবাইল ফোনও। ছবি: সংগৃহীত।

পেস্তা রঙের শার্ট, চোখে চশমা, আর নীচে সাদা অন্তর্বাস। নিউ মেক্সিকোর প্রায় জনমানবহীন মরু অঞ্চলে রাস্তার মাঝে বন্দুক হাতে দাঁড়িয়ে ওয়াল্টার হোয়াইট। দূর থেকে ভেসে আসছে পুলিশের গাড়ির সাইরেনের শব্দ। বন্দুক হাতে প্রস্তুত ওয়াল্টার। গাড়ি দৃষ্টিগোচরে আসতেই অবশ্য নিমেষের মধ্যে বদলে যায় গোটা দৃশ্য। ‘ব্রেকিং ব্যাড’ যাঁরা দেখেছেন, তাঁদের পক্ষে এই দৃশ্য ভুলে যাওয়া এক প্রকার অসম্ভব। ওই দৃশ্যেই একটি সাদা অন্তর্বাস পরে রাস্তার মাঝে দাঁড়িয়ে ছিলেন ওয়াল্টার হোয়াইট চরিত্রের অভিনেতা ব্রায়ান ক্র্যানস্টন। সম্প্রতি এক নিলাম অনুষ্ঠানে সেই সাদা অন্তর্বাসই বিক্রি হল ২৬ লক্ষ ৫৫ হাজার টাকা দামে! টুইটারে এই খবর প্রকাশ করে অন্তর্বাসের সংস্থা।

শুধু ওয়াল্টারের অন্তর্বাসই নয়, নিলামে ওঠে ‘ব্রেকিং ব্যাড’ সিরিজ়ের আরও কয়েকটি জিনিসও। স্কাইলার হোয়াইটের ব্যবহার করা সিগারেটের বাক্স, জেসি পিঙ্কম্যানের মোবাইল ফোন, ওয়াল্ট হুইটম্যানের লেখা ওয়াল্টার হোয়াইটের ‘লিভস অফ গ্রাস’ বইটিও।

অন্য বিষয়গুলি:

Breaking Bad Walter White Bryan Cranston Jesse Pinkman Aaron Paul
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy