বড় পর্দায় আসতে চলেছে ‘রামায়ণ’। সীতার চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল করিনা কপূর খানকে। বলিউডের গুঞ্জন, সেই ছবিতে কাজ করার জন্য ১২ কোটি টাকা পারিশ্রমিক চেয়েছেন অভিনেত্রী। এই খবর সংবাদমাধ্যমে প্রকাশ হতেই করিনার উপর চটে যান নেটাগরিকদের একাংশ। এ রকম চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েও এত মোটা অঙ্কের পারিশ্রমিক দাবি করাকে ‘অমানবিক’ আচরণ হিসেবে দেখছেন অনেকেই। কেউ আবার বলছেন, হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করছেন করিনা।
বলিউডের প্রথম সারির অভিনেত্রীর প্রতি ক্ষোভ উগরে দিতে টুইটারে #বয়কটকরিনাখান ট্রেন্ড শুরু হয়েছে। করিনার বিরোধিতা করতে টেনে আনা হয়েছে স্বামী সইফ আলি খানের প্রসঙ্গও। অনেকের বক্তব্য, ‘তাণ্ডব’-এর মতো ওয়েব সিরিজে অভিনয় করে হিন্দুদের ভাবাবেগে আঘাত দিয়েছেন সইফ। এ বার সেই পথে হাঁটছেন করিনাও। একজন নেটাগরিক লিখেছেন, ‘যে অভিনেত্রী হিন্দু দেবদেবীদের সম্মান করতে পারেন না, তিনি সীতার চরিত্রে অভিনয় করতে পারেন না।’ অন্য জনের কটূক্তি, ‘ভারতীয় নাগরিক হিসেবে এমন একজন অভিনেত্রীকে সীতার চরিত্রে মেনে নেব না, যাঁর হিন্দু ধর্মের প্রতি বিশ্বাস নেই। বলিউডের মাফিয়ারা হিন্দু ধর্মকে খারাপ ভাবে দেখাচ্ছে। যে শিল্পীরা ধর্মীয় ভাবাবেগে আঘাত করেন, তাঁদের বয়কট করা উচিত।’
এ রকম আরও অনেক নেতিবাচক মন্তব্যে ভরে গিয়েছে টুইটারের দেওয়াল। করিনা যদিও সীতার চরিত্রে অভিনয় করার বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন।
This role cannot be played by an actress who doesn't respect
— Arijit Roy (@Arijit_Asn) June 12, 2021
Hindu God's. #BoycottKareenaKhan pic.twitter.com/z0e0pMU9uo
A nationalist Indian would never accept an actress who has no faith in Hinduism for the role of Mother Sita.
— Deepa Bansal
Bollywood film mafia spreads poison towards Hinduism, we should boycott all such artists who hurt the religious sentiments of the people.#BoycottKareenaKhan pic.twitter.com/Ol6Wu3nSdH(@Deepa__bansal) June 12, 2021
Remember the way she arrogantly replied to public that it's you idiots who make us star,
— ۗۗۗۗۗۗۗۗۗۗۗۗۗۗۗۗDr. Mauni Upadhyay (NF
Don't watch my flims, I don't care.
Let's not watch such unworthy people .
She playing in mythological film is disgusting#BoycottKareenaKhan pic.twitter.com/Pr0UUHvTf7) (@Mauni94) June 12, 2021