Advertisement
E-Paper

Sidharth Shukla: সিদ্ধার্থ শুক্লর মৃত্যুতে স্তব্ধ বলিউড, শোকপ্রকাশ করলেন সলমন, অক্ষয়

হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে সিদ্ধার্থের মৃত্যুর খবর পেয়ে একের পর এক তারকা জানিয়েছেন তাঁদের বিস্ময় ও শোক।

সিদ্ধার্থ শুক্লর অকাল প্রয়াণ শোকস্তব্ধ করে দিল গোটা বলি পাড়াকে।

সিদ্ধার্থ শুক্লর অকাল প্রয়াণ শোকস্তব্ধ করে দিল গোটা বলি পাড়াকে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২১ ১৯:০১
Share
Save

মৃত্যু মেনে নেওয়া কঠিন ।বিশেষ করে তা যদি আসে আকস্মিক ভাবে, অকালে। ছোট পর্দার তারকা সিদ্ধার্থ শুক্লর অকাল প্রয়াণও শোকস্তব্ধ করে দিল গোটা বলি পাড়াকে। ‘বিগ বস’ এবং ‘খতরোঁ কে খিলাড়ি’-র মতো দুই জনপ্রিয় রিয়্যালিটি শো জেতার খেতাব ছিল তাঁর ঝুলিতে। ছোটপর্দার পাশাপাশি বড় পর্দার জন্যও দুটি ছবিতে কাজ করেছেন তিনি। আজ সকালে হঠাৎ হৃদ্রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যুর খবর পেয়ে একের পর এক তারকা জানিয়েছেন তাঁদের বিস্ময় ও শোক।

টুইটারে বলিউডের ভাইজান সলমন খান লিখেছেন, ‘‘বড্ড তাড়াতাড়ি চলে গেলেন সিদ্ধার্থ... আপনাকে মিস করব। পরিবারের প্রতি সমবেদনা...’’ সলমনের সঙ্গে তাঁর পরিচয় ‘বিগ বস’-এর সময় থেকে। সলমনের এই জনপ্রিয় রিয়্যালিটি শো-এর সঞ্চালক। । অভিনেতার আকস্মিক মৃত্যুর সংবাদ পেয়ে শব্দ হারিয়ে ফেলেছেন সিদ্ধার্থের বন্ধু রাহুল বৈদ্য। ইনস্টাগ্রামে সিদ্ধার্থের সঙ্গে ছবি দিয়ে রাহুল লেখেন, ‘কোনও কথা পাচ্ছি না। অসাড় হয়ে গিয়েছি। খুব তাড়াতাড়ি ছেড়ে চলে গেলে সিদ্ধার্থ!’

রাজকুমার রাও লিখেছেন ‘আপনি আমাদের হৃদয়ে চিরকাল থাকবেন।’ সিদ্ধার্থ শুক্লর পরিবার,বন্ধু-বান্ধব এবং ভক্তদের উদ্দেশে তিনি জানিয়েছেন তাঁর গভীর সমবেদনা। অভিনেতা রিতেশ দেশমুখও লিখেছেন তিনি শোকাহত, এই ধাক্কা প্রকাশ করার ভাষা নেই তাঁর কাছে।
নিক্কি তাম্বোলি আবেগপ্রবণ হয়ে ইনস্টাগ্রামে একটি বড় পোস্ট লিখেছেন। ‘বিগ বস’-এর সেটে সিদ্ধার্থের প্রতিযোগী ছিলেন তিনি। সেখান থেকেই এক সুন্দর বন্ধুত্ব শুরু হয় তাঁদের। সেই বন্ধুত্বের কথা স্মরণ করে তিনি লিখেছেন, ‘তোমার সঙ্গে বিগ বসের সেটে দেখা হয়েছিল এক জন সম্পূর্ণ অচেনা মানুষ হিসেবে কিন্তু তুমি আমার সব চেয়ে বড় শক্তি হয়ে উঠেছিলে।’
‘দ্য লাঞ্চবক্স’ ছবির অভিনেত্রী নিমরত কউর টুইট করেছেন, ‘প্রয়াত সিদ্ধার্থ শুক্লর প্রিয়জনদের জন্য রইল অন্তরের সমবেদনা।' অন্য দিকে আর এক অভিনেত্রী রিচা চাড্ডা লিখেছেন, ‘৪০!!! অবিশ্বাস্য। পরিবারের প্রতি সমবেদনা।’
অক্ষয় কুমার এই সংবাদ পেয়ে তাঁর দুঃখের কথা ব্যক্ত করেছেন টুইটারে। তিনি লেখেন, ‘সিদ্ধার্থকে ব্যক্তিগত ভাবে চিনতাম না। কিন্তু এরকম একজন প্রতিভাবান মানুষের এত তাড়াতাড়ি চলে যাওয়ার খবর পেয়ে গভীরভাবে শোকাহত। ওম শান্তি।’
এছাড়াও কিয়ারা আডবাণী, হনসল মোহতার মতো শিল্পীরা নেটমাধ্যমে সিদ্ধার্থের মৃত্যুর খবর পাওয়ার পর তাঁদের শোকবার্তা জানিয়েছেন। সিদ্ধার্থের আত্মার শান্তি কামনা করে কিয়ারা লিখেছেন, ‘অত্যন্ত মর্মান্তিক একটি খবর!’ সিদ্ধার্থের পরিবারের প্রতি তাঁর সমবেদনা ব্যক্ত করেন বলি অভিনেত্রী।
সিনেমা জগতের সঙ্গেই টিভির জগতে তারকা কপিল শর্মাও লিখেছেন তাঁর শোকের কথা। তিনি লিখেছেন, ‘পরিবারের প্রতি আমার সমবেদনা এবং তাঁর আত্মার প্রতি আমার প্রার্থনা। ওম শান্তি।’

Sidharth Shukla Akshay Kumar salman khan Kiara Advani rajkumar rao Riteish Deshmukh Richa Chadha Bollywood

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}