গত কয়েক বছরে সারা বিশ্বে ভারতীয় ছবির দর্শক বেড়েছে। তবুও ভারতীয় ছবির বাজার নিয়ে আশাহত পরিচালক অনুরাগ বসু। দেশের ছবির পাশাপাশি পরিচালক তাঁর নতুন ছবি নিয়েও ইঙ্গিত দিলেন।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে বিশ্ব মানচিত্রে ভারতীয় ছবির বাজার নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন ‘জগ্গা জাসুস’ খ্যাত পরিচালক। অনুরাগ বলেন, ‘‘বিশ্ব সিনেমার নজরে ভারতীয় সিনেমাও রয়েছে। কিন্তু সারা বিশ্বে আমাদের মূল ধারার ছবির দর্শক মূলত ভারতীয়। তাই বিশ্বব্যপী দর্শক পেতে আমরা এখনও অনেকটাই পিছিয়ে রয়েছি।’’
আরও পড়ুন:
কথা প্রসঙ্গেই অনুরাগ ভারতীয় ছবির সঙ্গে কোরিয়ান ছবির তুলনা টেনেছেন। পরিচালকের মতে, দুই ইন্ডাস্ট্রির জন্মকাল প্রায় একই সময়ে। কিন্তু বিশ্বব্যপী দর্শকের বিচারে ভারতীয় ছবির তুলনায় কোরিয়ান ছবি অনেকটাই এগিয়ে রয়েছে। অনুরাগের কথায়, ‘‘আমরা ওদের ছবি দেখি। সেখানে মূলত ভারতীয় এবং মুষ্টিমেয় সিনেমাপ্রেমীরা আমাদের তৈরি ছবি দেখেন।’’ এরই সঙ্গে ক্ষোভ উগরে অনুরাগ বলেন, ‘‘আমরা শুধু শুক্র, শনি ও রবিবারের কথা চিন্তা করি। চিন্তা করি ১০০ কোটি এবং ৫০০ কোটির!’’ সাম্প্রতিক অতীতে আন্তর্জাতিক মঞ্চে ‘অল উই ইম্যাজিন অ্যাজ় লাইট’ এবং ‘অনুজা’র সাফল্য সত্ত্বেও অনুরাগ বিশ্বাস করেন, ভারতীয় ছবিকে এখনও অনেকটা পথ অতিক্রম করতে হবে।
এই মুহূর্তে অনুরাগ তাঁর নতুন ছবি ‘মেট্রো: ইন দিনো’র মুক্তির প্রস্তুতি নিচ্ছেন। পাশাপাশি আগামী মাসে তিনি ‘আশিকি ৩’ ছবির শুটিং শুরু করতে পারেন। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন কার্তিক আরিয়ান।