Bollywood celebrities like Salman Khan and Kartik Aryaan are celebrating diwali dgtl
salman khan
Bollywood: দীপাবলির উদ্যাপনে ঝলমলে বলিউড, একজোট কাছের বন্ধু থেকে কাজের বন্ধুরা
আলোর উৎসবে ঝলমলিয়ে উঠলেন মায়ানগরীর তারকারা। কেউ পরিবারের সঙ্গে, কেউ বা বন্ধুদের জমায়েতে মেতে উঠলেন জমাটি আনন্দে।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২১ ১৯:৪১
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১১
উদ্যাপনের ছুতো খোঁজে বলিউড। বছরভরের ব্যস্ততার ফাঁকফোঁকরে হইহুল্লোড় আর ঝাঁ চকচকে পার্টি চাই-ই চাই! বছরের শেষ প্রান্তে আলোর উৎসবে ঝলমলিয়ে উঠলেন মায়ানগরীর তারকারা। কেউ পরিবারের সঙ্গে, কেউ বা বন্ধুদের জমায়েতে মেতে উঠলেন জমাটি আনন্দে। দেখে নেওয়া যাক বলিউডের দীপাবলির উদ্যাপনের টুকরো সব মুহূর্ত।
০২১১
একতা কপূর: দীপাবলিতে একতার বাড়িতে চাঁদের হাট। ছোট থেকে বড় পর্দা— অতিথি তালিকা থেকে বাদ পড়েন না কোনও তারকাই। এ বছরও সে নিয়মের অন্যথা হয়নি।
০৩১১
সলমন খান: একতার বাড়িতে অতিথি হয়ে এসেছিলেন সলমন। তবে উৎসবের সাজে নয়, সাদামাঠা শার্ট এবং জিনসেই দেখা গেল ‘টাইগার’কে।