Advertisement
E-Paper

মা হলেন স্বরা ভাস্কর, স্বামী ফাহাদের সঙ্গে সদ্যোজাতের ছবি দিয়ে নামকরণ করলেন সন্তানের

শনিবার মা হয়েছেন স্বরা ভাস্কর। সোমবার সন্ধ্যায় স্বামী ফাহাদ আহমেদের সঙ্গে সন্তানের ছবি দিলেন সমাজমাধ্যমে। সকলকে জানালেন খুদের নামও।

Bollywood actress Swara Bhasker and Fahad Ahmad blessed with a baby girl. Couple shares photo

বাবা-মা হলেন ফাহাদ-স্বরা। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৩ ২০:১৩
Share
Save

শনিবার বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর এবং রাজনীতিক ও সমাজকর্মী ফাহাদ আহমেদের নতুন অভিভাবক হলেন। মা হওয়ার সুখবর স্বরা ইনস্টাগ্রামে ভাগ করে নেন সোমবার সন্ধ্যায়। নামকরণও করে ফেলেছেন ইতিমধ্যেই। সকলের কাছে আশীর্বাদ চেয়ে জানালেন, কন্যা সন্তানের মা হয়েছেন স্বরা।

চলতি বছরের প্রেমের মাস ফেব্রুয়ারিতে এক প্রকার কোনও ঘোষণা ছাড়াই গাঁটছড়া বেঁধেছেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। ১৬ ফেব্রুয়ারি সমাজবাদী পার্টির যুবনেতা ফাহাদ আহমেদের সঙ্গে সইসাবুদ সারেন অভিনেত্রী। তার পর মার্চ মাসে বিয়ের সামাজিক অনুষ্ঠান। দিল্লিতে তাঁর দিদিমার বাড়িতে সব আচার-অনুষ্ঠান মেনে সাত পাক ঘুরেছেন স্বরা। গায়েহলুদ থেকে মেহেন্দি, সঙ্গীত— স্বরা ও ফাহাদের বিয়েতে আয়োজন ছিল সব অনুষ্ঠানের। তা ছাড়াও একাধিক রিসেপশনের আয়োজন করেছিলেন দম্পতি। বিয়ের কয়েক মাস পরে গত জুনে সমাজমাধ্যমের পাতায় স্বরা ঘোষণা করেন, তিনি সন্তানসম্ভবা। অবশেষে স্বরা এবং ফাহাদের ঘর আলো করে এল কন্যাসন্তান। তাঁরা আদর করে নাম রাখলেন রাবিয়া।

শোনা যাচ্ছে, সুফি সন্ত রাবিয়া বাসরির নামেই সন্তানের নামকরণ করেছেন স্বরা এবং আহমেদ। সোমবার সদ্যোজাতের সঙ্গে বেশ কিছু পারিবারিক ছবি ভাগ করে নিলেন স্বরা। সকলের কাছে আশীর্বাদও চেয়ে নিলেন। নীনা গুপ্ত-সহ বলিউডের অনেকেই ইতিমধ্যেই শুভেচ্ছা জানিয়েছেন নতুন বাবা-মাকে।

Swara Bhasker Swara Bhasker Fahad Ahmed Bollywood Actress Baby girl

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}