Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Arjun Kapoor birthday

৪৯-এও ধরে রেখেছেন ২৫-এর লাস্য! প্রেমিক অর্জুনের জন্মদিনে মালাইকার নাচ দেখে মুগ্ধ অনুরাগীরা

বলিউডের অন্যতম লাস্যময়ী ব্যক্তিত্ব তিনি। বয়সের ছাপ এতটুকু পড়েনি তাঁর চেহারায়। চুটিয়ে প্রেম করছেন ১২ বছরের ছোট অভিনেতার সঙ্গে। প্রেমিকের জন্মদিনের পার্টিতে নাচে মত্ত মালাইকা অরোরা।

Bollywood actress Malaika Arora sets the party on fire with Chaiyya Chaiyya during Arjun Kapoor’s birthday celebration

অর্জুন-মালাইকা। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
মুম্বই শেষ আপডেট: ২৬ জুন ২০২৩ ১৯:২৯
Share: Save:

বলিউডের অন্যতম চর্চিত তারকা মালাইকা অরোরা। পেশাগত হোক বা ব্যক্তিগত জীবন, সব নিয়েই চর্চায় থাকেন অভিনেত্রী। বলিউডে তাঁর কর্মজীবন আর পাঁচটা মূলধারার নায়িকার থেকে বেশ কিছুটা আলাদা। অভিনয়ের থেকে বেশি নাচেই বরাবর মন দিয়েছেন তিনি। বলিউডের একাধিক ছবিতে বিভিন্ন গানের তালেই কোমর দোলাতে দেখা গিয়েছে তাঁকে। শুধু নাচ নয়, ফিটনেস নিয়েও খুব সচেতন মালাইকা। তার প্রমাণ মেলে তাঁর জেল্লাদার চেহারাতেই। ৪৯ বছর বয়সেও তরুণী অভিনেত্রীদের টেক্কা দেওয়ার ক্ষমতা রাখেন তিনি। সেই প্রমাণই আরও এক বার মিলল অভিনেতা অর্জুন কপূরের জন্মদিনের পার্টিতে। সেখানে ‘ছাইয়া ছাইয়া’ গানে নেচে পার্টি মাত করলেন মালাইকা।

প্রেমিকের জন্মদিন বলে কথা। বিশেষ দিন তো বটেই। সাযুজ্য রেখে সাজগোজও তেমনই করেছিলেন মালাইকা। পার্টিতে প্রকাশ্যে এল মালাইকার আসল রূপ। ‘দিল সে’-র সেই বিখ্যাত ‘ছাইয়া ছাইয়া’ গানের নাচে মত্ত অভিনেত্রী। ১৯৯৮ সালে মাত্র ২৫ বছর বয়সে ‘ছাইয়া ছাইয়া’ গানে চলন্ত ট্রেনের উপরে নাচ করেছিলেন মালাইকা। ৪৯-এ এসেও সেই নাচে সমান সাবলীল তিনি। অর্জুনের জন্মদিনের পার্টি হলেই বা কী! নিজের ক্যারিশ্মায় পার্টির মধ্যমণি মালাইকাই।

২০১৬ সালে সলমন খানের ভাই আরবাজ় খানের সঙ্গে বিবাহবিচ্ছেদ হওয়ার পরে অর্জুনের সঙ্গে প্রেম করছেন মালাইকা। বয়সে ১২ বছরের ছোট অর্জুনের সঙ্গে প্রেম নিয়ে প্রথম দিকে জনসমক্ষে মুখ না খুললেও এখন সমাজমাধ্যমের পাতায় বেশ সাবলীল যুগল। অর্জুনের জন্মদিনে সমাজমাধ্যমের পাতায় তাঁকে শুভেচ্ছা জানিয়ে একটি পোস্টও করেন মালাইকা। অর্জুনই তাঁর জীবনের উজ্জ্বল আলো, পোস্টে লেখেন অভিনেত্রী।

অন্য বিষয়গুলি:

Arjun Kapoor Malaika Arora Dil Se Celebrity Birthday
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy