Advertisement
১৯ ডিসেম্বর ২০২৪
Kangana Ranaut Controversy

নাকে জিভ ঠেকাতে পারলেই সে প্রতিভাবান! কাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করলেন কঙ্গনা?

বলিউডে তাঁকে নিয়ে বিতর্কে শেষ নেই। তাঁর কড়া সমালোচনার শিকার হননি, এমন অভিনেতা বা অভিনেত্রী বলিপাড়ায় খুঁজে পাওয়া খুব একটা সহজ নয়। এ বার তাঁর নিশানায় কে?

Bollywood actress Kangana Ranaut takes a dig at actress Ananya Panday, calles her Bolly Bimbo in a viral video.

নাকে জিভ ঠেকিয়ে ভেল্কি দেখালেন কঙ্গনা, কার দিকে ছুড়লেন বিদ্রুপের তির? ছবি: সংগৃহীত।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২৩ ২০:১২
Share: Save:

বলিউডের ‘কুইন’ তিনি। পেশাগত দিক থেকে তো বটেই, পাশাপাশি বিভিন্ন বিষয়ে নিজের হরেক রকমের মন্তব্যের জন্যও সব সময় বিতর্কেই থাকেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। আজ এই অভিনেতার সমালোচনা, তো কাল ওই অভিনেত্রীকে নিশানা— কঙ্গনার কোপে পড়েননি এমন তারকা বলিউডে প্রায় বিরল বললেই চলে। তবে, বলিউডে যাঁদের উপর সব থেকে বেশি খাপ্পা কঙ্গনা, তাঁরা হলেন তারকা-সন্তান। সেই তালিকায় নাম রয়েছে আলিয়া ভট্ট, রণবীর কপূর, জাহ্নবী কপূর, অনন্যা পাণ্ডের মতো তারকারা। তালিকায় আছেন প্রযোজক-পরিচালক কর্ণ জোহরও, কঙ্গনার মতে যিনি বলিপাড়ায় স্বজনপোষণের মূল কাণ্ডারী। মাঝেমধ্যেই সমাজমাধ্যমের পাতায় এঁদের প্রতি নিজের ক্ষোভ উগরে দেন কঙ্গনা। তবে এ বার সেই কাজটাই কঙ্গনা করলেন একটি অনুষ্ঠানে গিয়ে। টেলিভিশনে প্রকাশ্যেই বলিউডের এক অভিনেত্রীর উদ্দেশ্যে কটু কথা ব্যবহার করলেন কঙ্গনা। সমাজমাধ্যমে ভাইরাল সেই ভিডিয়ো।

বছর কয়েক আগেই বড় পর্দায় আত্মপ্রকাশ করেছেন বলিউড অভিনেতা চাঙ্কি পাণ্ডের কন্যা অনন্যা পাণ্ডে। বলিপাড়ায় নতুন প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে পরিচিত মুখ তিনি। বেশ কয়েকটি ছবিতে এর মধ্যে কাজও করে ফেলেছেন অনন্যা। অভিনয় ছাড়া আর কী বিষয়ে পারদর্শী তিনি? প্রশ্ন করায় আর পাঁচটা সাধারণ উত্তর দেননি অনন্যা। তিনি জানান, নিজের জিভ দিয়ে নাকে স্পর্শ করতে পারেন তিনি। উত্তর দিয়ে অদ্ভুত মুখভঙ্গিতে তা করেও দেখান অনন্যা। কৌতুকশিল্পী কপিল শর্মার অনুষ্ঠানে এসে অনন্যার মতো মুখভঙ্গি করে তাঁর প্রতি কটাক্ষ ছুড়ে দেন কঙ্গনা। তাঁর প্রশ্ন, ‘‘এটা করতে পারা সত্যিই কি কোনও প্রতিভা?’’ অনন্যার নাম না করলেও তাঁকে ‘বলিউডের বোকা মেয়ে’ বলে বিদ্রুপ করতে ছাড়েননি কুইন। একই ইন্ডাস্ট্রির এক সহকর্মীকে এমন অশ্লীল বিশেষণে ভূষিত করার পরে হেসে গড়িয়েও যেতে দেখা যায় কঙ্গনাকে। তাতে যোগ দেন কপিল শর্মা নিজেও।

কঙ্গনার এই ভিডিয়ো সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়তেই ওঠে সমালোচনার ঝড়। নিজে এক জন অভিনেত্রী হয়ে অন্য এক অভিনেত্রীকে কী ভাবে এ হেন অপমান করতে পারলেন তিনি? প্রশ্ন নেটাগরিকদের একাংশের। যদিও এ নিয়ে এখনও মুখ খোলেননি অভিনেত্রী অনন্যা পাণ্ডে।

অন্য বিষয়গুলি:

Kangana Ranaut Ananya Panday Bollywood Actress Bollywood Controversy Celeb Gossip
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy