Advertisement
২০ জানুয়ারি ২০২৫
Bollywood Controversy

প্রথম ঝলকেই জুটল কাজলের চড়! কী এমন অপরাধ করলেন যিশু সেনগুপ্ত?

ধীর পায়ে কাজলের পিছনে এসে দাঁড়িয়েছিলেন যিশু। জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়েছিলেন কাজল। হঠাৎ বলা নেই, কওয়া নেই, যিশুকে সপাটে চড় কষালেন অভিনেত্রী।

Bollywood actress Kajol slaps Bengali actor Jisshu Sengupta in the new The Trial trailer.

কাজল (বাঁ দিকে), যিশু সেনগুপ্ত (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১২ জুন ২০২৩ ২১:০২
Share: Save:

চোখের সামনে একের পর এক অস্বস্তিকর ফ্ল্যাশব্যাক। কাজলের চোখমুখের অভিব্যক্তিও বেশ গম্ভীর। এর মধ্যেই তাঁর পিছনে এসে দাঁড়িয়েছেন টলিউডের নামজাদা অভিনেতা যিশু সেনগুপ্ত। পিছনে ঘুরেই যিশুকে সপাটে চড় কষালেন কাজল। অবাক যিশুও। কোন অপরাধেই শাস্তি পেলেন তিনি? এ কথা ভাবতে ভাবতেই এগোল ‘দ্য ট্রায়াল’ সিরিজ়ের প্রথম প্রচার ঝলক।

দিন কয়েক আগেই ব্যক্তিগত জীবনের ঝড়ের কথা সমাজমাধ্যমের পাতায় ঘোষণা করেছিলেন কাজল। সমাজমাধ্যম থেকে বিরতি নেওয়ার কথাও জানান অভিনেত্রী। পরে বোঝা যায়, কাজলের এই ঘোষণা আসলে তাঁর পরের প্রোজেক্টের প্রচার কৌশল। ওটিটি প্ল্যাটফর্মে ওয়েব সিরিজ়ের দুনিয়ায় পা রাখতে চলেছেন তিনি। ওয়েব সিরিজ়ের নাম ‘দ্য ট্রায়াল’। সিরিজ়ে কাজলের সঙ্গে অভিনয় করেছেন বাঙালি অভিনেতা যিশুও। সিরিজ়ে দম্পতির ভূমিকায় জুটি বেঁধে অভিনয় করেছেন কাজল ও যিশু। সেই দাম্পত্য জীবনেই হঠাৎ ঝড় ওঠে। স্বামীর কুকীর্তি ফাঁস হয়ে যায় স্ত্রীর সামনে। যিশুর অপরাধের জেরে বিপর্যস্ত কাজলের সংসার, আতঙ্কে জীবন কাটাচ্ছে তাঁদের সন্তানেরাও। তাদের সামলাবেন কে? এই অবস্থায় সংসারের হাল ধরলেন কাজল নিজে। পরনে উকিলের পোশাক। পেশাগত দায়বদ্ধতা থেকে ন্যায়ের রাস্তায় কত দূর এগোতে পারবেন তিনি? প্রশ্নের উত্তর মিলবে ‘দ্য ট্রায়াল’ সিরিজ় থেকেই।

ওটিটি প্ল্যাটফর্মে নিজের প্রথম সিরিজ়ে দক্ষ এক আইনজীবীর ভূমিকায় দেখা যেতে চলেছে কাজলকে। ‘দ্য ট্রায়াল’-এ তাঁর চরিত্রের নাম নয়নিকা সেনগুপ্ত। কাজলের স্বামীর চরিত্রে রয়েছেন যিশু। পেশাগত জীবন ও ব্যক্তিগত জীবনের দোলাচলের মধ্যে কী ভাবে সঠিক পথ বাছবেন নয়নিকা? পাশে পাবেন কি তাঁর সহকর্মীদের? কী ভাবে সন্তান ও সংসার সামলাবেন তিনি? আগামী ১৪ জুলাই মিলবে প্রশ্নের উত্তর।

অন্য বিষয়গুলি:

Kajol Jisshu Sengupta Bollywood ott Web Series
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy