৩৭ বছর একসঙ্গে থাকার পরে বিচ্ছেদের পথে হাঁটছেন গোবিন্দ ও তাঁর স্ত্রী সুনীতা আহুজা। অনেক দিন ধরেই জল্পনা চলছিল তাঁদের বিচ্ছেদ নিয়ে। মঙ্গলবার বিবাহবিচ্ছেদের খবর ছড়িয়ে পড়ে। শোনা যাচ্ছে অল্পবয়সি এক মরাঠি অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি। বিবাহ-বহির্ভূত সম্পর্কই তাঁদের বিচ্ছেদের অন্যতম কারণ বলে জানা গিয়েছে। যদিও, অভিনেতার দীর্ঘ দিনের সহকারী শশী সিংহ জানিয়েছেন, দীর্ঘ দিন ধরেই দম্পতির সম্পর্কে ওঠাপ়ড়া চলছে। বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসার পরেই ছড়িয়ে পড়েছে সুনীতার একটি মন্তব্য। এক সাক্ষাৎকারে বিবাহ-বহির্ভূত সম্পর্ক নিয়ে কথা বলেছিলেন গোবিন্দ-পত্নী।
নিজের মতামত নিয়ে বরাবরই কোনও রাখঢাক করেন না সুনীতা। অনায়াসে সহজ কথা সহজ ভাবে বলে দেন তিনি। এক সাক্ষাৎকারে পরকীয়া নিয়েও কথা বলেছিলেন গোবিন্দ-পত্নী। সে বার তিনি দাবি করেছিলেন, মহিলাদের কখনওই গর্ব করে বলা উচিত নয়, তাঁদের স্বামী বা প্রেমিকের চরিত্র খুব ভাল বা তাঁরা খারাপ কিছুই করেন না।
গোবিন্দ-পত্নী বলেছিলেন, “জনসমক্ষে সমস্ত মেয়ে ও মহিলাকে হাতজোড় করে একটা কথা বলছি। জীবনে কখনও এটা বলবেন না, ‘আমার বর বা আমার প্রেমিক কিছু করে না।”’ ভাষায় লাগাম না রেখেই মন্তব্য করেছিলেন গোবিন্দ-পত্নী। তিনি বলেছিলেন, “প্রেমিক বা বর যদি কিছু করে, খুব খারাপ ভাবেই করবে। বিষয়টা (পরকীয়া) থেকে বেরোতে বেরোতে হয়তো দু’ বছর লাগিয়ে দেবে। আপনিই হয়তো তার জীবন থেকে বেরিয়ে যাবেন। কিন্তু ওই মহিলা বেরোবে না।”
আরও পড়ুন:
বিচ্ছেদ নিয়ে গোবিন্দের সহকারী বলেছেন, “বেশ কয়েক দিন ধরেই ওদের সম্পর্কে ওঠাপড়া চলছে। পরিবারের তরফে এমন কিছু মন্তব্য করা হয়েছে সংবাদমাধ্যমে, যার ফলে সমস্যার সূত্রপাত। যদিও এর বেশি কিছু গোবিন্দ জানাতে চান না। খুব শীঘ্রই একটি ছবির কাজে হাত দেবেন। তার আগে সমস্যা সমাধানের চেষ্টা চলছে।”