Advertisement
E-Paper

বুম্বাদা আমার কাছে পিতৃসুলভ এক মানুষ, চলচ্চিত্র উৎসবে প্রসেনজিতে পঞ্চমুখ অদিতি রাও হায়দরি

‘জুবিলি’ ওয়েব সিরিজ়ে প্রসেনজিতের সঙ্গে তাঁর জুটি এখনও দর্শকমনে টাটকা। চলচ্চিত্র উৎসবের শেষ দিনে তাঁর ‘বুম্বাদার’ সঙ্গে কাটানো সময়ের স্মৃতিচারণে ডুব দিলেন অভিনেত্রী অদিতি রাও হায়দরি।

Bollywood actress Aditi Rao Hydari shares her work experience with Prosenjit Chatterjee in the web series Jubilee

(বাঁ দিকে) অদিতি রাও হায়দরি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৩ ১৫:২১
Share
Save

চলতি বছরে ‘জুবিলি’ ওয়েব সিরিজ়ে তাঁর অভিনয় দর্শক থেকে শুরু করে সমালোচকদেরও প্রশংসা কুড়িয়েছে। মঙ্গলবার কলকাতা চলচ্চিত্র উৎসবের শেষ দিনে শহরে এসেছিলেন বলিউড অভিনেত্রী অদিতি রাও হায়দরি। ‘জুবিলি’তে অদিতি অভিনীত সুমিত্রা কুমারী চরিত্রটি নিয়ে যত আলোচনা হয়ে হয়েছে, ততটাই হয়েছে শ্রীকান্ত রায় চরিত্রটি নিয়ে। এই চরিত্রে অভিনয় করেছিলেন টলিউডের প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। নন্দনে পা রেখে বাঙালি সুপারস্টারের সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা ভাগ করে নিলেন অদিতি।

Bollywood actress Aditi Rao Hydari shares her work experience with Prosenjit Chatterjee in the web series Jubilee

মঙ্গলবার কলকাতা চলচ্চিত্র উৎসবে অদিতি রাও হায়দরি। ছবি: সংগৃহীত।

‘বম্বে টকিজ়’-এর প্রতিষ্ঠাতা হিমাংশু রায় এবং দেবিকা রানির জীবনের আধারে নির্মিত ‘জুবিলি’। প্রসেনজিৎকে ‘বুম্বাদা’ বলেই সম্বোধন করলেন অদিতি। বললেন, ‘‘বুম্বাদা অসাধারণ একজন অভিনেতা। খুবই ভাল মানুষ।’’ কথাপ্রসঙ্গে একটি অভিজ্ঞতা ভাগ করে নিলেন অদিতি। বললেন, ‘‘সেটে মাঝেমধ্যেই মেকআপ ভ্যানে এসি বন্ধ থাকত। আমরা গরমে কুলকুল করে ঘামতাম। কিন্তু দাদাকে দেখতাম, চুপচাপ বসে রয়েছেন।’’ প্রসেনজিৎ নানা ভাবে তাঁকে অনুপ্রাণিত করেছেন বলেই জানালেন অদিতি। প্রসেনজিতে মুগ্ধ অদিতি বললেন, ‘‘চারশোরও বেশি ছবি করা এক জন অভিনেতা এখনও সমান উত্তেজনা নিয়ে সেটে আসেন এবং চরিত্রে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেন, সেটা দেখে শিখলাম। দেখে মনে হত, যেন এই প্রথম সেটে এলেন।’’ অদিতি জানালেন, ‘জুবিলি’-র সেটে তাঁদের পুরো টিমের খেয়াল রাখতেন প্রসেনজিৎ। অদিতির কথায়, ‘‘আমার কাছে বুম্বাদা পিতৃসুলভ এক মানুষ।’’

অদিতি জানালেন তিনি কলকাতায় আসতে পছন্দ করেন। বললেন, ‘‘কলকাতায় আসতে খুবই ভাল লাগে। বাংলায় সংস্কৃতির খুব কদর করা হয়।’’ কথাপ্রসঙ্গেই কলকাতার সঙ্গে তাঁর যোগসূত্রের কথা জানালেন অদিতি। বললেন, ‘‘আমার মা শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী। তাই মায়ের সঙ্গে মাঝেমধ্যেই কলকাতায় আসতাম।’’ এরই সঙ্গে অদিতি হেসে যোগ করলেন, ‘‘আমি কিন্তু শুক্তো এবং চচ্চড়ি খেয়ে বড় হয়েছি।’’

এক সময় পরিচালক অরিন্দম শীল তাঁর ব্যোমকেশের জন্য প্রস্তাব দিয়েছিলেন অদিতিকে। সেই প্রসঙ্গ টেনে অদিতি বলেন, ‘‘খুব ইচ্ছে ছিল ছবিটা করার। কিন্তু শেষ পর্যন্ত হয়নি। বিভিন্ন আঞ্চলিক ভাষার ছবিতে অভিনয় করেছি। আশা করছি এ বার বাংলা ছবিতেও অভিনয় করব।’’

29th Kolkata International Film Festival Aditi Rao Hydari Prosenjit Chatterjee

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

এটি একটি প্রিন্ট আর্টিক্‌ল…

  • এমন অনেক খবরই এখন আপনার হাতের মুঠোয়

  • সঙ্গে রোজ পান আনন্দবাজার পত্রিকার নতুন ই-পেপার পড়ার সুযোগ

  • ই-পেপারের খবর এখন শুধুই ছবিতে নয়, টেক্সটেও

প্ল্যান সিলেক্ট করুন

ক্যানসেল করতে পারবেন আপনার সুবিধামতো

Best Value
প্রতি বছরে

৫১৪৮

১৯৯৯

প্ল্যানটি সিলেক্ট করে 'Subscribe Now' ক্লিক করুন।শর্তাবলী প্রযোজ্য।
*মান্থলি প্ল্যান সাপেক্ষে
প্রতি মাসে

৪২৯

১৬৯

প্ল্যানটি সিলেক্ট করে 'Subscribe Now' ক্লিক করুন।শর্তাবলী প্রযোজ্য।