Advertisement
E-Paper

‘সবাই ওঁর কর্মজীবন শেষ করতে চাইছেন’, কুম্ভে স্নান করে রণবীরকে নিয়ে বিদ্যুৎ কী বললেন?

মহাকুম্ভে পুণ্যস্নান করেই রণবীরকে নিয়ে মুখ খুললেন বিদ্যুৎ জামাল। তাঁর বক্তব্য, ‘‘বিনাশকালে বুদ্ধিনাশ।’’

ollywood actor Vidyut Jamal talks about Ranveer Allahbadia after taking a holy dip in Maha Kumbh

রণবীরকে নিয়ে মন্তব্য বিদ্যুতের। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:০৬
Share
Save

বিতর্কে রণবীর ইলাহাবাদিয়া। ‘ইন্ডিয়া’জ় গট ল্যাটেন্ট’-এর তাঁর মন্তব্য ঘিরে সমাজমাধ্যম সরগরম। ঘটনার পরে রণবীর ও কৌতুকশিল্পী সময় রায়নার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে বিভিন্ন জায়গায়। প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন রণবীর। কোনও যুক্তি না দিয়েই মেনে নিয়েছেন ‘কমেডি’ তাঁর বিষয় নয়। স্বীকার করেছেন, বড় ভুল করেছেন তিনি। কিন্তু তাতেও ক্ষান্ত হননি নিন্দকেরা। ক্রমশ তাঁর দিকে ধেয়ে আসছে নানা তির্যক মন্তব্য। মহাকুম্ভে পুণ্যস্নান করেই রণবীরকে নিয়ে মুখ খুললেন বিদ্যুৎ জামাল। তাঁর বক্তব্য, ‘‘বিনাশকালে বুদ্ধিনাশ।’’

একটি ভিডিয়ো ভাগ করে নিয়ে বিদ্যুৎ লেখেন, “আমার সমস্ত অনুরাগীকে বলতে চাই, আমি কুম্ভ থেকে ফিরে এসেছি। আমি সমস্ত ছবি ও ভিডিয়ো ভাগ করে নেব। অসাধারণ সেই সব ছবি।” তার পরেই রণবীর ইলাহাবাদিয়াকে নিয়ে মন্তব্য করেন বিদ্যুৎ। অভিনেতা বলেন, “আমি রণবীর ইলাহাবাদিয়াকে নিয়ে বিতর্কটা শুনেছি। শোনার পরে আমার একটা কথাই মাথায় আসছে— বিনাশকালে বুদ্ধিনাশ। আমার মনে হচ্ছে, উনি (রণবীর) ভুল করেছেন। মানুষ ট্রোল করছে ওঁকে। মানুষ চাইছে ওঁর কর্মজীবন শেষ হয়ে যাক। মানুষ হাসাহাসি করছে।”

তবে বিদ্যুৎ ক্ষমায় বিশ্বাসী। তাই তাঁর কথায়, “একটা ভুলের জন্য সারা জীবন অনুশোচনা করতে হতে পারে। সবই ঠিক আছে। কিন্তু নিজের মন পরিষ্কার রাখতে, করুণা ও ক্ষমা করতে শিখতে হয়। এগুলি কখন করব আমরা? অনুরাগীদের থেকে জানতে চাই, ওঁকে আমাদের ক্ষমা করে দেওয়া উচিত নয় কি? ক্ষমা করার সক্ষমতা থাকা উচিত আমাদের। আমরা আরও বহু খারাপ মানুষকে ক্ষমা করে দিই। আপনারা কী মনে করেন? আপনাদের সকলকে ভালবাসা।”

উল্লেখ্য, রণবীর এই অনুষ্ঠানে এক প্রতিযোগীকে বলেছিলেন, “বাবা-মাকে সঙ্গম করতে দেখবে, না কি নিজেও এক বার যোগ দিয়ে তাঁদের সঙ্গম স্থায়ী ভাবে বন্ধ করতে উদ্যত হবে?”

Ranveer Allahbadia vidyut Jamwal

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}