Advertisement
২৬ ডিসেম্বর ২০২৪
Sonakshi Sinha

‘হীরামন্ডি’তে সাহসী দৃশ্যে অভিনয়ের পর চর্চায় সোনাক্ষী, কী বললেন পর্দার ফরিদান?

‘হীরামন্ডি’ সিরিজ়ে শৃঙ্গার দৃশ্যে অভিনয় করেছেন সোনাক্ষী সিন্‌হা। এই দৃশ্য নিয়ে মনের কথা জানালেন অভিনেত্রী।

Bollywood actor Sonakshi Sinha opens about her Heeramandi character Fareedan being gender fluid

‘হীরামন্ডি’ ওয়েব সিরিজ়ে সোনাক্ষী সিন্‌হা। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৮ মে ২০২৪ ২০:৪১
Share: Save:

মুক্তির পর থেকেই চর্চায় রয়েছে ওয়েব সিরিজ় ‘হীরামন্ডি’। দর্শকের একাংশ সঞ্জয় লীলা ভন্সালী পরিচালিত এই সিরিজ়টির প্রশংসা করেছেন, তো বাকিরা সমালোচনায় মেতেছেন। তবে এই সিরিজ়ে অভিনয় করে দর্শকের মন জয় করেছেন সিরিজ়ের ফরিদান অর্থাৎ সোনাক্ষী সিন্‌হা।

‘হীরামন্ডি’ সিরিজ়ে খল চরিত্রে অভিনয় করেছেন সোনাক্ষী। গল্পে তাঁর চরিত্রটির সমকামী আঙ্গিকও প্রকাশ্যে এসেছে। গল্পে এক জন পরিচারিকার সঙ্গে সোনাক্ষীকে শৃঙ্গাররত দেখানো হয়েছে। দৃশ্যটি নিয়ে অনুরাগীদের মধ্যেও চর্চা লক্ষ করা যাচ্ছে। সম্প্রতি, এই দৃশ্যটি প্রসঙ্গে একটি সাক্ষাৎকারে কথা বলেছেন ‘লুটেরা’ ছবির অভিনেত্রী। সোনাক্ষী বলেন, ‘‘শুরুতে স্যর (ভন্সালী) আমাকে জানিয়েছিলেন যে, ফরিদান চরিত্রটি বস্তুত উভকামী। জানিয়েছিলেন যে, সেই সময় হীরামন্ডিতে প্রত্যেকেই তাঁদের যৌনতা নিয়ে খোলাখুলি কথা বলতেন। সিরিজ়ে উস্তাদজি চরিত্রটিও প্রকাশ্যে তার সমকামিতার কথা বলে। স্যর সেগুলোকেই ভিন্ন আঙ্গিক থেকে তুলে ধরতে চেয়েছিলেন।’’

সিরিজ়ে ফরিদান চরিত্রটি জানায়, মাত্র ৯ বছর বয়সে তাকে বিক্রি করে দেওয়া হয়। সোনাক্ষীর মতে, সেই জন্যই হয়তো চরিত্রটি পুরুষবিদ্বেষী। সোনাক্ষী বলেন, ‘‘তবে গল্পে ওর যৌন আত্মপরিচয় সম্পর্কে নির্দিষ্ট কোনও ইঙ্গিত দেওয়া হয়নি। বাকিটা দর্শকের উপর ছেড়ে দেওয়া হয়েছে।’’

অন্য বিষয়গুলি:

Sonakshi Sinha Heeramandi Web Series Sanjay Leela Bhansali Netflix
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy