Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Furious Shamita Shetty

‘সংকীর্ণ মানসিকতা দূর করা উচিত’, আমিরের সঙ্গে সম্পর্কের জল্পনায় রেগে লাল শমিতা

রাকেশ বাপটের সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়েছে বেশ অনেক দিন হল। মায়ানগরীতে শমিতার নতুন প্রেমের গুঞ্জন। যা শুনে রেগে গেলেন অভিনেত্রী।

Bollywood Actor Shamita Shetty got angry as rumour being spread about her relationship with Aamir Ali.

কেন রেগে গেলেন শমিতা শেট্টি? ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২৩ ১৪:১২
Share: Save:

বলিউড অভিনেতা আমির আলির সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়েছেন অভিনেত্রী শিল্পা শেট্টির বোন শমিতা শেট্টি। নতুন প্রেমের গুঞ্জনেই ভরে গিয়েছে মায়ানগরী। শহরের বিভিন্ন জায়গায় প্রায়ই একসঙ্গে দেখা যাচ্ছে তাঁদের। যেখান থেকে শুরু সব জল্পনার। মাঝেমাঝেই ফ্রেমবন্দি হচ্ছেন তাঁরা। শুধু তা-ই নয়, এরই মধ্যে প্রকাশ্যে শমিতা আর আমিরের ভিডিয়ো। যেখানে দেখা যাচ্ছে, শমিতার গালে চুম্বন এঁকে দিচ্ছেন আমির। যে দৃশ্য দেখে জল্পনা তুঙ্গে।

রাকেশ বাপটের পর তবে কি এ বার শমিতার জীবনে আমির? দর্শকের এই জল্পনা শুনেই বেজায় বিরক্ত শমিতা। আমিরের সঙ্গে তাঁর ভিডিয়ো প্রকাশ্যে আসতেই রেগে লাল শমিতা। লিখলেন, “নিকৃষ্ট মানসিকতার মানুষ সবাই।” শুধু তা-ই নয়, তিনি আরও লেখেন, “আমি সিঙ্গল এবং খুব খুশি। আমি সকলের এমন মানসিকতা, ভাবনা দেখে অবাক। কেন প্রতিটা কাজের জন্য এত পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়! দর্শকের এই সংকীর্ণ ভাবনার বাইরেও অনেক কিছু ঘটতে পারে জীবনে।”

২০২২ সালের জুলাই মাসে রাকেশের সঙ্গে বিচ্ছেদের কথা ঘোষণা করেন শমিতা। ‘বিগ বস’-এর বাড়ি থেকে শুরু তাঁদের প্রেমকাহিনি। মে মাসে একসঙ্গে একটি মিউজ়িক ভিডিয়ো শুটও করেন তাঁরা। একাধিক বার ঘনিষ্ঠ ভাবে চিত্রগ্রাহীদের সামনে হাসিমুখে এসেছেন দু’জনে। খুব শিগগিরি যে বিয়েও করতে চলেছেন তাঁরা, সেই খবরও ছিল ইন্ডাস্ট্রিতে। যদিও সেই সম্পর্ক কোনও পরিণতি পায়নি। তাঁদের পথ আলাদা হয়ে গিয়েছে। তবে আমিরের সঙ্গে শুধুই কি বন্ধুত্বের সম্পর্ক শমিতার? সেই উত্তর এখনও মেলেনি।

অন্য বিষয়গুলি:

Shamita Shetty Raqesh Bapat Aamir Ali Bollywood
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy