সঞ্জয় দত্ত। ছবি: সংগৃহীত।
অভিনেতা সঞ্জয় দত্তের ফুসফুসে ক্যানসার ধরা পড়ল। জানা গিয়েছে ক্যানসার তৃতীয় পর্যায় বা থার্ড স্টেজে পৌঁছে গিয়েছে। চিকিৎসার জন্য শীঘ্রই তাঁকে আমেরিকা নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। দিন কয়েক আগেই গুরুতর অসুস্থ অবস্থায় মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করানো হয় বছর ৬১-র এই অভিনেতাকে। প্রথমে মনে করা হয় করোনার কারণে তাঁর শ্বাসকষ্ট হচ্ছিল কিন্তু টেস্ট নেগেটিভ আসে। তারপরই এদিন রাত্রে ক্যানসারের কথা প্রকাশ্যে এল।
অভিনেতা শেখর সুমনের ছেলে অধ্যয়ন সুমন টুইট করেন সঞ্জয় দত্তের ক্যানসারে খবর জানিয়ে। সেখানে অধ্যয়ন লেখেন, সঞ্জয় স্যারের ক্যানসার ধরা পড়েছে। তাঁর আরোগ্য কামনাও করেন অধ্যয়ন।
শনিবার লীলাবতী হাসপাতালে ভর্তি হন। করোনা টেস্ট নেগেটিভ আসে ও সেই সঙ্গে তিনি কিছুটা সুস্থ বোধ করলে সোমবার হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। এর পর গতকাল, মঙ্গলবার তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, “কিছু চিকিৎসার কারণে কাজ থেকে আপাতত সামান্য বিরতি নিচ্ছেন। পরিবার, বন্ধুরা সঙ্গে আছে, চিন্তার কিছু নেই। দ্রুত তিনি আবার কাজে ফিরবেন”। কিন্তু সেই পোস্টের কয়েক ঘণ্টা পরেই ক্যানসারের কথা সামনে এল।
— Sanjay Dutt (@duttsanjay) August 11, 2020
আরও পড়ুন: করোনাকে হারিয়ে ১০৩ বছর বয়সে এসে দীর্ঘদিনের ইচ্ছে পূরণ করে নিলেন মহিলা!
আরও পড়ুন: প্রবল শ্বাসকষ্ট নিয়ে বেলেঘাটা আইডিতে ভর্তি মন্ত্রী স্বপন দেবনাথ
Sanju sir diagnosed with lung cancer :( #sanjaydutt get well soon sir 🙏 this year why u doing this ?
— adhyayan summan (@AdhyayanSsuman) August 11, 2020
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy