Advertisement
২৫ ডিসেম্বর ২০২৪
Govinda-Shilpa Shetty

অতর্কিতে গোবিন্দের পায়ে গুলি, শিল্পার নিশানায় কে? ফাঁস করলেন ‘হিরো নম্বর ওয়ান’

গুলিতে আহত হওয়ার পর হাসপাতালে ভর্তি থাকাকালীন বলিউডের অনেকেই গোবিন্দকে দেখতে যান, যাঁর মধ্যে শিল্পা শেট্টি ছিলেন অন্যতম।

Bollywood actor Govinda reveals Shilpa Shetty thought his wife was liable for the injury on Kapil Sharma’s show

গোবিন্দের চোটের নেপথ্যে কাকে দোষী ভেবেছিলেন শিল্পা? ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২৪ ১৮:২৭
Share: Save:

অক্টোবর মাসে নিজের বন্দুক থেকে গুলি ছুটে আহত হন গোবিন্দ। হাসপাতালে কয়েক দিন কাটানোর পর, সুস্থ হয়ে বাড়ি ফেরেন অভিনেতা। শীঘ্র কপিল শর্মার শোয়ে আসতে চলেছেন ‘হিরো নম্বর ওয়ান’। শোয়ে নিজের দুর্ঘটনা নিয়েও মুখ খুলেছেন অভিনেতা।

হাসপাতালে ভর্তি থাকাকালীন বলিউডের অনেকেই অভিনেতাকে দেখতে যান, যাঁর মধ্যে শিল্পা শেট্টি ছিলেন অন্যতম। কপিলের শোয়ের যে প্রোমো প্রকাশ্যে এসেছে, সেখানে গোবিন্দ জানান, শিল্পা নাকি প্রথমে ভেবেছিলেন, স্ত্রী তাঁকে গুলি করেছেন! দুর্ঘটনার সময়ে প্রথমে অভিনেতার কাছে তাঁর স্ত্রী সুনীতা আহুজা কোথায় ছিলেন, জানতে চান শিল্পা। গোবিন্দ তাঁকে জানান যে সুনীতা তখন মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন। মজার ছলে গোবিন্দ বলেন, ‘‘শিল্পা তখন জিজ্ঞাসা করেন, ‘তা হলে গুলি কে চালাল?’’’

বলিউডের অন্দরে গোবিন্দ ও তাঁর ভাগ্নে ক্রুষ্ণা অভিষেকের মতান্তর বহু বছর ধরে আলোচনার কেন্দ্রে। গোবিন্দের স্ত্রী সুনীতা আহুজা ও ক্রুষ্ণা একাধিক বার বিতণ্ডায় জড়িয়েছেন প্রকাশ্যে। দু’জনেই একে অপরকে পারিবারিক সম্পর্ক নষ্ট করার কারিগর হিসাবে দাগিয়েছেন। তবে হাসপাতালে মামাকে দেখতে গিয়েছিলেন ক্রুষ্ণা। শোয়ের প্রোমোতে দেখা গিয়েছে, গোবিন্দকে জড়িয়ে ধরেছেন ক্রুষ্ণা। তিনি বলেন, ‘‘অনেক দিন পর আমাদের দেখা হল। আজকে আর ছাড়ছি না।’’ এই পর্বটি যে কমেডিতে পরিপূর্ণ হতে চলেছে, তা নিয়ে আশাবাদী শোয়ের দর্শকেরা।

অন্য বিষয়গুলি:

Govinda Shilpa Shetty Bollywood Actor Injury Kapil Sharma Bollywood News
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy