আসিফ বসরা
সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর শোক কাটিয়ে উঠতে না উঠতেই ফের একটি অস্বাভাবিক মৃত্যু বলিউডে। অস্বাভাবিক মৃত্যু হল বলি অভিনেতা আসিফ বসরার। বৃহস্পতিবার দুপুরে হিমাচল প্রদেশের ধর্মশালায় এক আবাসন থেকে তাঁর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, তিনি আত্মহত্যা করেছেন।
ধর্মশালার ম্যাকলডগঞ্জে তাঁর একটি বাড়ি রয়েছে। তারই একটি ঘর থেকে মৃত অবস্থায় তাঁকে উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থলে পৌঁছেছে ফরেন্সিক দল। কী ভাবে তাঁর মৃত্যু হল তা খতিয়ে দেখছে পুলিশ। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ম্যাকলডগঞ্জে একটি সম্পত্তি তিনি লিজ নিয়েছিলেন। গত ৫ বছর ধরে সেই সম্পত্তির দেখাশোনা করছিলেন।
বলি ইন্ডাস্ট্রিতে খুবই জনপ্রিয় মুখ আসিফ। সম্প্রতি মুক্তি পাওয়া ওয়েব সিরিজ ‘পাতাল লোক’-এ দেখা গিয়েছে তাঁকে।
আরও পড়ুন: 'ওজন নিয়ে অনেকেই কটু কথা শুনিয়েছেন', কামব্যাকের আগে বডি শেমিং নিয়ে সরব তনুশ্রী
Film actor Asif Basra was found hanging in a private complex in Dharamshala. Forensic team is at the spot and police is investigating the matter: SSP Kangra Vimukt Ranjan. #HimachalPradesh (Picture credit: Asif Basra's website) pic.twitter.com/nxpWNLi8VU
— ANI (@ANI) November 12, 2020
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy