Advertisement
৩০ অক্টোবর ২০২৪
Boddy Deol

অন্ধকারে তলিয়ে গিয়েছিলেন ববি, কর্ণের শো-তে এসে হাউ হাউ করে কেঁদে ফেললেন ধর্মেন্দ্র-পুত্র

কেরিয়ারের শুরুতে সফল হলেও সময়ের সঙ্গে ‘ব্যর্থতা’ তাঁর সঙ্গী হয়। অতীত স্মৃতি রোমন্থন করলেন নায়ক।

Boddy Deol recalls his dark phase in acting career and shares how he got back on track

ববি দেওল। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
মুম্বই শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২৩ ১৭:২৩
Share: Save:

তারকা পরিবারের সদস্য হলে সহজে সুযোগ আসে। কিন্তু তার পরেও নিজেকে প্রমাণ না করতে পারলে হারিয়ে যেতে হয় বিস্মৃতির অতলে। ধর্মেন্দ্র-পুত্র অভিনেতা ববি দেওলের ক্ষেত্রেও সেটাই ঘটেছিল। সম্প্রতি কর্ণ জোহরের চ্যাট শোয়ে এসে নিজের জীবনের কঠিন সময়কে তুলে ধরেন অভিনেতা।

কর্ণের শোয়ে ববির সঙ্গে এসেছিলেন তাঁর দাদা সানি দেওল। কথা প্রসঙ্গেই স্বজপোষণ নিয়ে প্রশ্ন করেন কর্ণ। তখন নিজের উদাহরণ দেন ববি। প্রতিভা না থাকলে যে স্বজপোষণ কোনও কাজে আসে না সে কথা বলতে ববি তাঁর নিজের উদাহরণ দেন। শুধু তা-ই নয়, অভিনেতা জানান, এক সময় কাজের অভাবে তিনি অবসাদে ভুগতেন। ডুবে ছিলেন মদ্যপানে। ববি বলেন, ‘‘আমি আশা ছেড়ে গিয়েছিলাম। নিজের উপরেই করুণা হত! সারা দিন বাড়িতে বসে থাকতাম এবং আমার স্ত্রী কাজে বেরোত।’’

কর্ণের এই শোয়ে দেওল পরিবারের সদস্যদের ভিডিয়ো ক্লিপিংস দেখানো হয়। সেখানে সানি এবং ববি প্রসঙ্গে সকলে নিজেদের মতামত পোষণ করেন। সেই ভিডিয়ো দেখে ববির চোখে তখন জল। কিন্তু ববি জানান, অন্ধকারে তলিয়ে গিয়েও তিনি ফিরে এসেছেন শুধুমাত্র তাঁর ছেলে আর্যমানের জন্য। আবেগঘন কণ্ঠে অভিনেতা বলেন, ‘‘হঠাৎ এক দিন ছেলে জিজ্ঞাসা করে, আমি কেন বাড়িতে বসে থাকি আর ওর মা কাজে বেরোয়। নিজের মনের ভিতর একটা জোর ধাক্কা খেয়েছিলাম। সিদ্ধান্ত নিলাম, ঘুরে দাঁড়াতে হবে। সময় লেগেছে।’’

কঠিন সময়ে নিজের পরিবারকে পাশে পেয়েছিলেন ববি। তবে তাঁর মতে, পরিবার সঙ্গে থাকলেও কাজটা নিজেকেই করে দেখাতে হয়। ধীরে ধীরে প্রযোজক এবং পরিচালকদের কাছে তিনি কাজ চাইতে শুরু করেন। এই প্রসঙ্গেই কর্ণের প্রতি ক্ষোভ উগরে দেন ববি। তিনি বলেন, ‘‘আমি তো তোমার কাছেও কাজ চাইতে এসেছিলাম। কিন্তু তুমি এখনও আমার সঙ্গে কাজ করলে না!’’

তবে অন্ধকার দিন কাটিয়ে ববিকে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করতে সাহায্য করেছিলেন সলমন খান এবং শাহরুখ খান। কারণ ‘রেস ৩’ ছবিতে ববিকে সুযোগ দেন ভাইজান। ববি আদর এবং শ্রদ্ধায় সলমনকে ‘মামু’ সম্বোধন করেন বলে জানান। অন্য দিকে, ‘ক্লাস অফ ৮৩’ এবং ‘লভ হোস্টেল’ ছবি দু’টিতে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন ধর্মেন্দ্র। এই দু’টি ছবিরই প্রযোজক শাহরুখের সংস্থা রেড চিলিজ়।

১৯৯৫ সালে ‘বরসাত’ ছবির মাধ্যমে অভিনেতা হিসাবে বলিউডে হাতেখড়ি ববি দেওলের। তার পরে ‘গুপ্ত’, ‘সোলজার’, ‘বিচ্ছু’, ‘অজনবি’-র মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। তারকাসন্তান হওয়ার সুবিধা, সঙ্গে একের পর এক সফল ছবি— অভিনয় জীবনের গোড়ার দিকে সাফল্যের মুখ দেখলেও তার পরে একটা সময় দীর্ঘ দিন হাতে কোনও কাজ ছিল না ববির। তবে নিজেকে বদলে এখন নতুন ভাবে দর্শকদের সামনে হাজির হয়েছেন তিনি। রণবীর কপূরের আগামী ছবি ‘অ্যানিমাল’-এ খল চরিত্রে অভিনয় করেছেন ববি। ছবিতে অভিনেতার প্রথম ঝলক ইতিমধ্যেই চর্চায় রয়েছে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE