Advertisement
০৬ নভেম্বর ২০২৪
Bob Dylan

গানের খাতার স্বত্ব বিক্রি করে দিলেন বব ডিলান

কত টাকা দিয়ে গানের খাতার স্বত্ব বিক্রি হল, সেটা স্পষ্ট করে জানা যায়নি। তবে আনুমানিক ৩০ কোটি ডলার।

বব ডিলান।

বব ডিলান।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২০ ২০:২৩
Share: Save:

বব ডিলানের গানের সমগ্র ক্যাটালগ কিনে নিল ‘ইউনিভার্সাল মিউজিক’ সংস্থা। ‘ব্লোয়িং ইন দ্য উইন্ড’, ‘লাইক আ রোলিং স্টোন’-এর মতো কালজয়ী গানও বিক্রি হয়ে গেল। ৮০ বছরে পা দেওয়ার আগেই নিজের গানের খাতার স্বত্ব তুলে দিলেন অন্যের হাতে। ছ’দশক ধরে ৬০০টিরও বেশি গান লিখেছেন তিনি। এর আগে ১৯৬২ সালে ১০০ ডলারের বিনিময়ে প্রথম চুক্তি করেছিলেন ডিলান। স্বত্ব দেওয়া হয়েছিল লৌ লিভাই অব লিডস মিউজিক পাবলিশিং-কে। কিন্তু সময় এগিয়েছে। নোবেলজয়ী জিনিয়াস গীতিকার, সুরকার ও গায়ক বব ডিলানের গানগুলির মূল্য আরও বৃদ্ধি পেয়েছে। ‘বিটলস’-এর পরে বব ডিলানের গানই এখনও অবধি সবথেকে মূল্যবান।

সোমবার ‘ইউনিভার্সাল মিউজিক পাবলিশিং গ্রুপ’ এই চুক্তির কথা প্রকাশ করল। কত টাকা দিয়ে গানের খাতার স্বত্ব বিক্রি হল, সেটা স্পষ্ট করে জানা যায়নি। তবে আনুমানিক ৩০ কোটি ডলার। ‘ইউনিভার্সাল মিউজিক’ সংস্থার প্রধান জানালেন, ‘এ কথা তো গোপন নয় যে, কালজয়ী সঙ্গীতের মূল চাবিকাঠি গান রচনা। আর এ কথাও সকলেই জানেন, বব ডিলান না থাকলে এই শিল্প অপূর্ণ থেকে যেত। তাঁর গান রচনা শিক্ষণীয় একটি বিষয়।’ চুক্তিকারী সংস্থার কাছ থেকে তথ্য মিললেও এখনও পর্যন্ত এই বিষয়ে মুখ খোলেননি বব ডিলান।

আরও পড়ুন: শুধুমাত্র চাদর আর খোলা পিঠ, সমুদ্র সৈকতে হিনা

আরও পড়ুন: সুশান্ত মৃত্যুতদন্তে সিবিআইয়ের অবস্থান জানতে চেয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা

অন্য বিষয়গুলি:

Bob Dylan music Copyright
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE