পাকিস্তানের এক পুরুষের পাতা ফাঁদে পড়েছিলেন উজ়মা আহমেদ নামে এক ভারতীয় মহিলা। ২০১৭ সালে তাঁকে নিরাপদে ভারতে ফিরিয়ে আনা হয়েছিল। উজ়মাকে ফিরিয়ে এনেছিলেন কূটনীতিবিদ জেপি সিংহ। ‘দ্য ডিপ্লোম্যাট’ ছবিতে এই জেপি সিংহের চরিত্রেই অভিনয় করেছেন জন আব্রাহাম। ওই মহিলাকে দেশে ফিরিয়ে আনার পিছনে তৎকালীন সরকারের ভূমিকাও তুলে ধরা হয়েছে এই ছবিতে। তাই ‘দ্য ডিপ্লোম্যাট’ ছবি নিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে বিজেপি।
‘দ্য ডিপ্লোম্যাট’ ছবির প্রশংসা করেছে ভারতীয় জনতা পার্টি। সমাজমাধ্যমে তারা এই ছবি নিয়ে লিখেছে, “পাকিস্তানে জোর করে বিয়ে দেওয়া হয়েছিল উজ়মা আহমেদকে। সেই সময়ে মোদী সরকার যে ভাবে ওঁকে উদ্ধার করেছিল, তা থেকে ভারতের কূটনীতিক শক্তি সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায়। সম্প্রতি জন আব্রাহামের ছবি ‘দ্য ডিপ্লোম্যাট’-এ এই ঘটনাটি দেখানো হয়েছে। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রয়াত সুষমা স্বরাজ ও জেপি সিংহ কী ভাবে উজ়মাকে দেশে ফিরিয়ে এনেছিলেন, তা দেখানো হয়েছে।”
জানা যায়, মালয়েশিয়ায় থেকে প্রলোভন দেখিয়ে উজ়মাকে এক ব্যক্তি পাকিস্তানে নিয়ে গিয়েছিলেন। সেখানেই তাঁকে মাদক খাইয়ে জোর করে বিয়ে দেওয়া হয়। এর পরে উজ়মার উপরে চলে অকথ্য অত্যাচার। পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া এলাকায় আটকে রাখা হয়েছিল তাঁকে। ভারতে ফিরে উজ়মা বলেছিলেন , “পাকিস্তান আসলে মৃত্যুকূপ। পাকিস্তানে যাওয়া সহজ। কিন্তু ফেরা মোটেই সহজ নয়।”
২০১৭ সালের ২৪ মে ইসলামাবাদ হাই কোর্ট উজ়মার পক্ষে রায় দিয়েছিল এবং তার পর দিনই ওয়াঘা সীমান্ত পেরিয়ে ভারতে ফিরেছিলেন উজ়মা। গত ১৪ মার্চ মুক্তি পেয়েছে ‘দ্য ডিপ্লোম্যাট’।