সানি দেওল। ছবি টুইটার থেকে নেওয়া।
করোনাভাইরাসে আক্রান্ত হলেন বলিউড অভিনেতা এবং বিজেপির সাংসদ সানি দেওল। হিমাচল প্রদেশের স্বাস্থ্য সচিব মঙ্গলবার এই খবর জানিয়েছেন। বুধবার নিজের টুইটার হ্যান্ডল থেকে কোভিড-১৯ পজিটিভ হওয়ার কথা জানিয়েছেন সানি নিজেই। পাশাপাশি সাম্প্রতিককালে তাঁর কাছাকাছি যাঁরা এসেছিলেন তাঁদেরও আইসোলেশনে থাকার জন্য অনুরোধ করেছেন এই তারকা সাংসদ।
বুধবার সকালের টুইটে এই সানি লিখেছেন, ‘করোনাভাইরাস পরীক্ষা করেছিলাম। রিপোর্ট পজিটিভ এসেছে। সম্প্রতি আমার সংস্পর্শে যাঁরা এসেছিলেন তাঁদের অনুরোধ করছি আইসোলেশনে থাকার এবং পরীক্ষা করানোর’।
পঞ্জাবের গুরুদাসপুরের এই বিজেপি সাংসদ গত কয়েক দিন ধরে হিমাচল প্রদেশের মানালির কাছে বন্ধুদের সঙ্গে একটি ফার্মহাউসে ছিলেন। সেখান থেকে তাঁরা মুম্বই ফেরার পরিকল্পনা করেন। ফেরার আগে করা করোনা টেস্টেই রিপোর্ট পজিটিভ এল। কিছু দিন আগে মুম্বইয়ের হাসপাতালে কাঁধে অস্ত্রোপচার হয়েছিল ৬৪ বছরের এই সাংসদের। তার পর মানালিতে বিশ্রাম নিচ্ছিলেন তিনি। সেখানেই করোনা আক্রান্ত হলেন সানি।
मैंने कोरोना टेस्ट करवाया और रिपोर्ट पॉजिटिव आई है। मैं एकांतवास में हूं और मेरी तबीयत ठीक है। मेरा अनुरोध है कि आप में से जो भी लोग गत कुछ दिनों में मेरे संपर्क में आयें हैं, कृपया स्वयं को आइसोलेट कर अपनी जाँच करवाएं।
— Sunny Deol (@iamsunnydeol) December 2, 2020
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy