তাণ্ডব নিয়ে ফতোয়া বিজেপির।
রিলিজ হওয়ার পরেই ওয়েব সিরিজ ‘তাণ্ডব’ নিয়ে ফতোয়া জারি করল বিজেপি। সিরিজের মুখ্য অভিনেতা সইফ আলি খানকে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন দলের নেতা তথা মহারাষ্ট্রের ঘাটকোপারের বিধায়ক রাম কদম। সিরিজে হিন্দু দেবতা মহাদেবকে অবমাননা করা হয়েছে বলে তাঁর অভিযোগ। বিতর্কিত ওই অংশ বাদ না দেওয়া পর্যন্ত বিজিপি এই সিরিজ বয়কট করবে বলেও ঘোষণা কদমের। একই সঙ্গে হুমকি দিয়েছেন, ভবিষ্যতে হিন্দু ধর্ম বা দেবদেবতা নিয়ে এই ধরনের অবমাননাকর কিছু করলে প্রকাশ্যে জুতোপেটা করা হবে।
মুম্বই পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই ঘাটকোপার থানায় অভিযোগ দায়ের করেছেন কদম। তার জেরে বান্দ্রায় করিনা কপূর খানের বাড়ির সামনে ইতিমধ্যেই পুলিশ মোতায়েন করা হয়েছে। অন্য দিকে কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকরকে চিঠি লিখে এই ওয়েব সিরিজ নিষিদ্ধ ঘোষণার দাবি জানিয়েছেন বিজেপি সাংসদ মনোজ কোটাক।
কী রয়েছে তাণ্ডবে? হাতে মহাদেবের ত্রিশূল ও ডমরু নিয়ে অভিনয়ের একটি দৃশ্য রয়েছে সিরিজে। ওই দৃশ্যে মহাদেবকে উপহাস করা হয়েছে বলে অভিযোগ বিজেপির। কদম প্রশ্ন তুলেছেন, ‘‘বার বার সিনেমা এবং ওয়েব সিরিজে কেন হিন্দু দেবদেবীদের অসম্মান করা হবে। সর্বশেষ উদাহরণ ‘তাণ্ডব’। আবারও এমন একটি সিরিজের কেন্দ্রবিন্দুতে সইফ, যা হিন্দু ভাবাবেগকে আঘাত করেছে।’’
আরও পড়ুন: আইনি মোড় নিল টুইট-যুদ্ধ, অভিনেত্রীর বিরুদ্ধে এফআইআর তথাগতর
সিরিজের ওই অংশ বাদ দেওয়ার দাবি জানিয়ে কদমের বক্তব্য, ‘‘সিরিজের পরিচালক আলি আব্বাস জাফরকে ছবির ওই অংশ বাদ দিতে হবে, যেখানে মহাদেব শিবকে নিয়ে হাসিঠাট্টা করা হয়েছে। যতক্ষণ পর্যন্ত সেটা না হচ্ছে, বিজেপি ‘তাণ্ডব’কে বয়কট করছে।’’
First stop your Tandav on India’s soul BJP, not the one on screen!
— Mahua Moitra (@MahuaMoitra) January 17, 2021
এর পাশাপাশি আলাদা একটি ভিডিয়ো বার্তাতেও প্রায় একই রকম বার্তা দিয়েছেন কদম। তাতে আবার শুধু তাণ্ডব নয়, কার্যত গোটা বলিউডকেই এই ধরনের সিনেমা বা সিরিজ তৈরি থেকে বিরত থাকার হুমকি দিয়েছেন কদম। বলেছেন, ‘‘বারবার হিন্দু দেবদেবীকেই কেন অসম্মান করবে বলিউড? এটা দীর্ঘদিন ধরেই চলছে। এ বার ওয়েব সিরিজ তাণ্ডব-এ একজন অভিনেতা আমাদের দেবতা মহাদেবকে অপমান করেছেন। এটা মেনে নেওয়া যাবে না।’’
আরও পড়ুন: ১৩০ আসন চায় কংগ্রেস, রাজি নয় বাম, পারদ চড়ল জোটের বৈঠকে
ভবিষ্যতে এই ধরনের সিনেমা বা সিরিজ তৈরি হলে প্রকাশ্য রাস্তায় ‘জুতোপেটা’ করার হুমকি দিয়ে কদম বলেন, ‘‘বলিউডের উচিত মন দিয়ে শোনা। আমাদের ভাবাববেগকে যদি এ ভাবে বার বার আঘাত করা হয়, তা হলে মাঝ রাস্তায় আপনাদের জুতো দিয়ে পেটানো হবে।’’ তাণ্ডব নিয়ে কদমের হুঁশিয়ারি, এই সিরিজের পরিচালক, প্রযোজক ও অভিনেতাকে হাঁটু মুড়ে বসে হাত জোড় করে ক্ষমা চাইতে হবে।
তাণ্ডবে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সইফ আলি খান। তার সঙ্গে রয়েছেন ডিম্পল কাপাডিয়া, মহম্মদ জিসান আয়ূব, সুনীল গ্রোভার, তিগমাংশু ধুলিয়া, কুমুদ মিশ্রের মতো অভিনেতা-অভিনেত্রী। গত ১৫ জানুয়ারি মুক্তি পেয়েছে অ্যামাজন প্রাইমে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy