Advertisement
২১ জানুয়ারি ২০২৫
Bipasha Basu

২০২২ সাল ছিল সব থেকে আনন্দের! দেবীকে কোলে নিয়ে নতুন ভিডিয়ো বিপাশার

বহু প্রতীক্ষার পর সন্তান এসেছে গত বছরই। সংসার ভরে গিয়েছে বিপাশার। তাই জীবনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশেই আগামীর শুভেচ্ছা অভিনেত্রীর।

 কিছু দিন আগেই দেবীর এক মাসের জন্মদিন উদ্‌যাপন করেছিলেন বিপাশা-কর্ণ। তার পরই বছরশেষের ভিডিয়ো এসে পড়ল।

কিছু দিন আগেই দেবীর এক মাসের জন্মদিন উদ্‌যাপন করেছিলেন বিপাশা-কর্ণ। তার পরই বছরশেষের ভিডিয়ো এসে পড়ল। ফাইল চিত্র

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২৩ ১২:২০
Share: Save:

২০২২ সাল বিপাশা বসুর কোল ভরিয়েছে। স্বামী কর্ণ সিংহ গ্রোভার আর কন্যা দেবীকে নিয়ে এখন সুখের আগামীতে পা রাখছেন নায়িকা। তাই যে বছর চলে গেল সেটিকে জাদুর মতো বলেই মনে হচ্ছে বিপাশার। সব থেকে সেরা উপহারটি পেয়ে গিয়েছেন। এ বার তাকে শুধু লালন করার দিন। নতুন বছরও হইহই করে কেটে যাবে দেবীকে নিয়েই। একটি ভিডিয়ো পোস্ট করে অনুরাগীদের শুভেচ্ছা জানালেন বিপাশা। তখনও কোলে রয়েছে দেবী। জানালেন, পুরনোকে তো বিদায় দিতেই হয়। নতুন এসে কড়া নাড়ছে, সবাই অপেক্ষা করছে। তবে তাঁর কাছে ২০২২ সালই সেরা!

গত ১২ নভেম্বর কন্যার জন্ম দিয়েছেন বিপাশা। কিছু দিন আগেই দেবীর এক মাসের জন্মদিন উদ্‌যাপন করেছিলেন বিপাশা-কর্ণ। তার পরই বছরশেষের ভিডিয়ো এসে পড়ল। যেন প্রতি দিনই উৎসব তাঁদের পরিবারে।

বেশ কয়েক বছর প্রেম করার পর ২০১৬ সালের ৩০ এপ্রিল গাঁটছড়া বেঁধেছিলেন বিপাশা এবং কর্ণ। চলতি বছর অগস্ট মাসে অন্তঃসত্ত্বা হওয়ার খবর ভাগ করে নিয়েছিলেন দু’জনে। মাতৃত্বকালীন ফোটোশুটের ছবিও পোস্ট করেছিলেন।

কর্ণ-বিপাশার আলাপ কর্মসূত্রেই। ২০১৫ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় হরর ছবি ‘অ্যালোন’। যে ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন দু’জনে। এক বছর সম্পর্কে থাকার পর ২০১৬ সালের ৩০ এপ্রিল বিবাহবন্ধনে আবদ্ধ হন এই জুটি। বিয়ের পর মুম্বইয়ে এক বিলাসবহুল বাড়িতে থাকতে শুরু করেন তাঁরা। সেখানেই বরণ করে এনেছেন তাঁদের দেবীকে।

অন্য বিষয়গুলি:

Bipasha Basu daughter
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy