‘ভারত’-এর দৃশ্যে সলমন খান।
বক্স অফিসের অঘোষিত ‘সুলতান’ তিনি। ‘ভারত’ মুক্তির পর অনুরাগীদের এই কথাই যেন আরও একবার প্রমাণ করলেন সলমন খান। প্রথম দিন এই ছবির বক্স অফিস কালেকশন ছিল ৪২ কোটি টাকার কিছু বেশি। তৃতীয় দিন এ ছবির আয় ছিল প্রায় ৯৬ কোটি টাকা। চতুর্থ দিনেই ‘ভারত’ ছুঁয়ে ফেলে ১০০ কোটির বেঞ্চমার্ক।
বলিউডে এখনও পর্যন্ত ১০০ কোটির ক্লাবে সবচেয়ে বেশি সংখ্যক ছবি রয়েছে সলমনেরই। ভাইজানের মোট ১৪টি ছবি ১০০ কোটির ক্লাবে রয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছেন অক্ষয় কুমার এবং অজয় দেবগণ। দু’জনেরই ১০টি করে ছবি বক্স অফিসে পেরিয়েছে ১০০ কোটি টাকা। সাতটি ছবিতে ১০০ কোটি টাকার ওপর আয় নিয়ে শাহরুখ খান রয়েছেন তৃতীয় স্থানে। আমিরের কেরিয়ারে এখনও পর্যন্ত ছ’টি ছবি পেরিয়েছে ১০০ কোটির দরজা।
‘ভারত’-এ বছর সলমনের তরফে ইদের উপহার। ড্রামা, অ্যাকশন, ইমোশন, কমেডি— প্রায় সব কিছুই এ ছবির কোনও না কোনও অংশে ধরতে চেষ্টা করেছেন সলমন। ১২ নভেম্বর, ২০১৫। মুক্তি পেয়েছিল সোনম কপূর এবং সলমন খান অভিনীত ‘প্রেম রতন ধন পায়ো’। এখনও পর্যন্ত সলমনের কেরিয়ারে সে ছবির প্রথম দিনের কালেকশই ছিল সর্বাধিক। ৪০ কোটি ৩৫ লক্ষ টাকা। ‘ভারত’ ছাপিয়ে গিয়েছে সেই রেকর্ড। গোটা দেশে ৪৭০০টি সিনেমা হলে মুক্তি পেয়েছে ছবিটি।
এই সাফল্যের পর সলমন টুইট করেছেন, ‘আমার কেরিয়ারের সবচেয়ে বড় ওপেনিং দেওয়ার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। খুব আনন্দ হচ্ছে। গর্বও…। জয় হিন্দ।’
Big thk u sabko fr giving sabse bada opening mere career ka par what made me the happiest & proudest is ki during a scene in my film jab national anthem is recited ev1 stood up as a mark of respect. There could be no bigger respect for our country than this... Jai Hind🙏 #Bharat
— Salman Khan (@BeingSalmanKhan) June 6, 2019
আরও পড়ুন, ঐশ্বর্যার সঙ্গে আপনার ঠাণ্ডা লড়াই রয়েছে? সুস্মিতা বললেন…
‘ভারত’-এ দীর্ঘ দিন পরে বড়পর্দায় ফিরেছেন সলমন-ক্যাটরিনা জুটি। ফের তাঁদের রোম্যান্স দেখার সুযোগ পেলেন দর্শকের। এটি একটি কোরিয়ান ছবির রিমেক। যেখানে একজন সাধারণ মানুষের জীবন, জার্নির মধ্যে দিয়ে দেখানো হয়েছে ভারতের ইতিহাস। এ ছবির প্রসঙ্গে প্রযোজক অতুল অগ্নিহোত্রী বলেছেন, ‘‘একটা দেশ এবং একটা মানুষের জার্নি রয়েছে এখানে। আমাদের কাছে অনুপ্রেরণার মতো।’’
আরও পড়ুন, ভালবাস আমায়? প্রকাশ্যে এ কথা কাকে বললেন ঐন্দ্রিলা?
এর আগে সলমনের কেরিয়ারে ২০১৫-এ ‘বজরঙ্গি ভাইজান’, ২০১৬-এ ‘সুলতান’ এবং ২০১৭-এ ‘টাইগার জিন্দা হ্যায়’ পেরিয়েছিল ৩০০ কোটির বেঞ্চমার্ক। ‘ভারত’-ও কি সেই পরিমাণ ব্যবসা করতে পারবে? এখন সে দিকেই তাকিয়ে সিনে মহল।
As #Bharat cruises past ₹ 💯 cr mark today [Day 4], Salman Khan sets another benchmark: Highest number of films in ₹ 💯 cr+ Club... The tally rises to 14 with #Bharat... Breakup:
— taran adarsh (@taran_adarsh) June 8, 2019
⭐️ ₹ 300 cr: 3
⭐️ ₹ 200 cr: 2
⭐️ ₹ 100 cr: 9
India biz.
(শাহরুখ, আমির, সলমান না অক্ষয়। কে করছেন বক্স অফিসে রাজ? দেখে নিন আমাদের বিনোদন বিভাগে। )
এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও। সাবস্ক্রাইব করুন আমাদের YouTube Channel - এ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy