‘ভাবিজি ঘর পর হ্যায়’ ধারাবাহিকের সেটে আরও এক দুঃসংবাদ।
অভিনেতা দীপেশ ভানের মৃত্যুর পর ‘ভাবিজি ঘর পর হ্যায়’ ধারাবাহিকের সদস্যদের জীবনে আরও এক বজ্রপাত। সকলকে তাজ্জব করে চলে গেলেন ডঃ গুপ্ত চরিত্রে সাড়া ফেলা অভিনেতা জিতু গুপ্তের ছেলে আয়ুষ। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল মাত্র ১৯ বছর।
জিতুর সহ-অভিনেতা রোহিতাশ্ব গৌর এবং কৌতুকশিল্পী সুনীল পাল সমাজমাধ্যমে খবরটি জানিয়ে গভীর শোকপ্রকাশ করেন। সূত্রের খবর, জ্বরে গা পুড়ে যাচ্ছিল আয়ুষের। কিছুতেই জ্বর নামানো যায়নি। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। কিন্তু ঠিক কী হয়েছে বুঝে ওঠার আগেই শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ বিকল হতে শুরু করে। নিমেষে সংকটজনক অবস্থায় চলে যায় আয়ুষের স্বাস্থ্য। ডাক্তাররা কিছু করে উঠতে পারেননি।
সম্প্রতি জিতু একটি অনলাইন পোস্টে ছেলের অসুস্থতার কথা ভাগ করে নিয়েছিলেন। জানিয়েছিলেন, আয়ুষ ভেন্টিলেশনে রয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। অভিনেতা অনুরোধ করেছিলেন, ‘সবাই দয়া করে ওর জন্য প্রার্থনা করুন।’
তার পরই দুঃসংবাদ। ২৯ সেপ্টেম্বর আয়ুষের ছবি দিয়ে মৃত্যুর খবর জানান ‘ভাবিজি কি ঘর পর হ্যায়’-এর সদস্যরা। জানান, পরিবারের আরও এক জনকে হারালেন। যদিও কথা বলার অবস্থায় ছিলেন না জিতু।
চলতি বছর জুলাই মাসেই হঠাৎ প্রয়াত হন এই ধারাবাহিকের অভিনেতা দীপেশ। তাঁর গৃহঋণ মেটাতে স্ত্রীর পাশে দাঁড়িয়েছিলেন সহকর্মীরাই। তার পরই আরও এক মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া টেলিভিশন জগতে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy