“কোনও জিনিসকে মন থেকে চাইলে, এই পৃথিবী তোমাকে তার সঙ্গে মিলিয়ে দেবে”, আজ থেকে প্রায় ১৪ বছর আগে ‘ওম শান্তি ওম’ ছবিতে শাহরুখের মুখে শোনা গিয়েছিল এই সংলাপ। ছবিতে এক জুনিয়র আর্টিস্ট ‘ওমপ্রকাশ মাখিজা’র ভূমিকায় অভিনয় করেছিলেন শাহরুখ। ওম স্বপ্ন দেখেছিল, এক দিন সে সুপারস্টার হবে। এ বার পর্দার গল্পই যেন সত্যি হয়ে দেখা দিল ‘কিং খান’-এর জীবনে। তবে এখানেও টুইস্ট আছে বৈকি!
শাহরুখের এক ভক্ত জয়ন্ত সিগি বেঙ্গালুরু থেকে উড়ে এসেছেন মুম্বইতে। নায়ক হতে নয়, পরিচালক হতে। জয়ন্তের ইচ্ছা, তাঁর ছবিতে অভিনয় করবেন শাহরুখ। তাই অভিনেতার বাসভবন ‘মন্নত’-এর সামনে রীতিমতো ধর্না দিয়ে বসেছেন তিনি। শাহরুখকে ছবির চিত্রনাট্য না শুনিয়ে সেখান থেকে উঠতে নারাজ তিনি।
জয়ন্তর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল বলছে, নতুন বছরে প্রিয় নায়ককে নিজের ছবি সই করানোর রেজলিউশন নিয়েছেন তিনি। এমনকি সারা রাত জেগে ছবির পোস্টারও তৈরি করেছেন শাহরুখের এই ভক্ত। নাম রেখেছেন ‘প্রোজেক্ট এক্স’।
Day 3
— Jayanth Seege (@JayanthSeege) January 2, 2021
Friends: Weekend Plans?
Waiting for
Me: P̵a̵r̵t̵y̵i̵n̵g̵ ̵w̵i̵t̵h̵ @iamsrk#ProjectX #MakeItHappen https://t.co/jQzLEXLYBw pic.twitter.com/5sCHEr7PFN
শাহরুখের বাড়ির সামনে থেকেই টুইটারে প্রত্যেক দিন নানা আপডেট শেয়ার করেছেন তিনি। জয়ন্তের কার্যকলাপে মুগ্ধ নেটাগরিকরাও নানা দিকে ছড়িয়ে দিচ্ছেন তাঁর কথা।
‘ওম শান্তি ওম’-এ পূরণ হয়েছিল শাহরুখের স্বপ্ন। জুনিয়র আর্টিস্ট ওমপ্রকাশ মাখিজার থেকে সুপারস্টার ওম কপূরে উত্তরণ ঘটেছিল তাঁর। জয়ন্তের জীবনও কি মিলে যাবে প্রিয় তারকার ছবির গল্পের সঙ্গে?