Advertisement
১৬ জানুয়ারি ২০২৫
Rupsa Chatterjee

গানের তালে উদ্দাম নাচ, ডেনিমের ফাঁকে স্পষ্ট রূপসার স্ফীতোদর, কবে ঘরে আসছে প্রথম সন্তান?

মন ভাল রাখার জন্যই যে এই সময় তিনি নাচের ভিডিয়ো পোস্ট করেছেন, সে কথা রূপসা জানিয়েছেন আনন্দবাজার অনলাইনকে।

Bengali tele actress Rupsa Chatterjee flaunt her baby bump while dancing in a trending song

(বাঁ দিকে) রূপসা চট্টোপাধ্যায় ও সায়নদীপ সরকার। নাচের মধ্যেই আসন্ন সন্তানকে আদর অভিনেত্রীর। (ডান দিকে) ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২৪ ১৯:০৯
Share: Save:

নতুন প্রজন্ম ভাবছে অন্য ভাবে। বিয়ে বা মাতৃত্ব নিয়ে পুরনো ধ্যানধারণার যা কিছু অবৈজ্ঞানিক, তাকে ঝেড়ে ফেলতে তাঁদের সমস্যা নেই। খোলামেলা আনন্দ নিয়েই বাঁচতে চান তাঁরা। সেই আনন্দেই জন্ম দিতে চান আগামীকে। এমনই এক ছবিই ধরা পড়ল অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়ের ইনস্টাগ্রামে।

এই মুহূর্তে অভিনেত্রী অপেক্ষা করছেন আগামী সন্তানের জন্য। দীর্ঘ দিনের প্রেমিক সায়নদীপ সরকারের সঙ্গে আইনি বিয়েটা সেরে ফেলেছিলেন বছর দুয়েক আগে। চলতি বছর অক্টোবরে সাত পাক ঘুরেছেন প্রথা মেনে। তার এক মাসের মধ্যেই ঘোষণা করেছিলেন, মা-বাবা হতে চলেছেন তাঁরা।

ডিসেম্বরের শুরু থেকেই খোশমেজাজে আসন্ন মাতৃত্ব উদ্‌যাপনে ব্যস্ত রূপসা। মঙ্গলবার সকালে অভিনেত্রী ইনস্টাগ্রামে পোস্ট করেছেন একটি ‘রিল’। সাম্প্রতিক ‘ট্রেন্ড’ মেনে একটি নাচের ভিডিয়ো করেছেন তিনি। পরনে ঢোলা ডেনিম ট্রাউজ়ার আর সাদা হুডি। কোমরে ডান দিক থেকে উঁকি দিয়েছে ট্যাটুও। ক্যাপশনে রূপসা নিজেই লিখেছেন, “আমার ‘বেবি বাম্প’-এর সঙ্গে ট্রেন্ডিং গান”। এর পর একটি লাল হৃদয় এবং একটি ‘ইভিল আই’-এর ইমোজি দিয়েছেন অভিনেত্রী।

ছোটবেলা থেকেই নাচতে ভালবাসেন রূপসা। তাই নাচের মধ্যেই খুঁজে পান আনন্দ। মন ভাল রাখার জন্যই যে এই সময় তিনি নাচের ভিডিয়ো পোস্ট করেছেন, সে কথা জানান আনন্দবাজার অনলাইনকে। ভিডিয়োতে স্পষ্ট হয়ে উঠেছে অভিনেত্রীর স্ফীতোদর। হাতে আর ক’দিন, নতুন অতিথি ঘরে আসছে কবে? এ প্রশ্নের উত্তর এখনই দিতে রাজি নন রূপসা। তবে প্রস্তুতি যে চলছে পুরোদমে, তা জানিয়েছেন। আপাতত খানিক বিশ্রামেই রয়েছেন তিনি। কিন্তু নাচানাচি করতে কোনও অসুবিধা নেই। রূপসা বলেন, “চিকিৎসক আমাকে এ বিষয়ে কোনও নিষেধ করেননি। ফলে আমি মনের আনন্দে নাচি। তাতে মন ভাল থাকে। কিছু হালকা যোগাভ্যাসও করছি। তবে ভারী কাজে নিষেধাজ্ঞা রয়েছে। খাওয়াদাওয়া করছি চিকিৎসকের পরামর্শ মতোই।”

মাতৃগর্ভে যে এখনই নাচছে রূপসার সন্তান! সে-ও কি রূপসার মতো নৃত্য পারদর্শী হয়ে উঠবে? অভিনেত্রী বলেন, “তা বলতে পারব না। ওর যা ইচ্ছে, তা-ই হবে। তবে আমি নিশ্চিত, আমার আর সায়নের সন্তান তো একেবারে আমাদের মতোই মজারু হবে, নিশ্চয়ই আমাদের মতোই হইহুল্লোড় করতে পছন্দ করবে। এখন থেকেই সেই হুল্লোড় ও বুঝতে পারছে।”

অন্য বিষয়গুলি:

Bengali Television Industry TV Actress Bengali Actress Motherhood Journey Baby bump
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy