নজির গড়ছে ধারাবাহিক ‘পরিণীতা’। বছরের প্রায় গোড়া থেকেই টিআরপি তালিকার শীর্ষ স্থান ধরে রাখছে এই ধারাবাহিক। এই সপ্তাহেও কোনও ব্যতিক্রম হল না। শীর্ষে রয়ে গেল উদয়প্রতাপ সিংহ এবং নবাগতা ঈশানী চট্টোপাধ্যায় অভিনীত ‘পরিণীতা’। এ সপ্তাহে প্রাপ্ত নম্বর ৭.৯। গত সপ্তাহের তুলনায় নম্বর সামান্য কমলেও শীর্ষস্থানে এখনও এই ধারাবাহিকই।
এই সপ্তাহে প্রথম চারেও রয়েছে বিশেষ চমক। টিআরপি তালিকার প্রথম চারটি ধারাবাহিকই জ়ি বাংলার। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ‘ফুলকি’। একটা সময়ে এই ধারাবাহিকও টানা অনেক দিন তালিকার শীর্ষে ছিল। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.৫। তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে জ়ি বাংলারই আর একটি ধারাবাহিক— ‘জগদ্ধাত্রী’। এই সপ্তাহে এর প্রাপ্ত নম্বর ৭.৪।

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন
চতুর্থ স্থানের ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.৯। রণজয় বিষ্ণু ও শ্বেতা ভট্টাচার্য অভিনীত ‘কোন গোপনে মন ভেসেছে’। গত সপ্তাহে প্রথম পাঁচের মধ্যে ছিল না এই ধারাবাহিক। পঞ্চম স্থানে অবশেষে জায়গা করে নিয়েছে স্টার জলসার ধারাবাহিক— ‘গীতা এলএলবি’। প্রাপ্ত নম্বর ৬.৮।
গত সপ্তাহে প্রথম পাঁচে ছিল ধারাবাহিক ‘কথা’ ও ‘রাঙামতী তিরন্দাজ’। এই সপ্তাহে প্রথম পাঁচ থেকে ছিটকে গেল তারা। ষষ্ঠ স্থানে জায়গা করে নিয়েছে ‘কথা’। এই সপ্তাহে তার প্রাপ্ত নম্বর ৬.৫। তার পরেই অর্থাৎ সপ্তম স্থানে ৬.২ নম্বর পেয়ে রয়েছে ‘রাঙামতী তিরন্দাজ’। অষ্টম স্থানে ৬ নম্বর পেয়ে রয়েছে অষ্টম স্থানে। নবম ও দশম স্থানে রয়েছে যথাক্রমে ‘উড়ান’ ও ‘গৃহপ্রবেশ’। ‘উড়ান’-এর প্রাপ্ত নম্বর ৫.৭ এবং ‘গৃহপ্রবেশ’-এর প্রাপ্ত নম্বর ৫.৫।