বড় নজির গড়ছে ধারাবাহিক ‘পরিণীতা’। চলতি বছরের প্রায় শুরু থেকেই টিআরপি তালিকার শীর্ষে এই ধারাবাহিক। এই বছরই শুরু হয়েছে উদয়প্রতাপ সিংহ এবং ঈশানী চট্টোপাধ্যায় অভিনীত এই ‘পরিণীতা’। এই সপ্তাহে এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.২। টিআরপি তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে জ়ি বাংলার আরও এক ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’। গত সপ্তাহে এই ধারাবাহিক কিছুটা পিছিয়ে গিয়েছিল। চলতি সপ্তাহে এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.৮। গত সপ্তাহে পিছিয়ে গিয়েছিল ‘ফুলকি’। এমনকি প্রথম পাঁচটি ধারাবাহিকের মধ্যেও জায়গা করে নিতে পারেনি। কিন্তু এই সপ্তাহে ৬.৬ নম্বর নিয়ে ফের টিআরপি তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে এই ধারাবাহিক।
চতুর্থ স্থানে রয়েছে স্টার জলসার দুটি ধারাবাহিক। ৬.৩ নম্বর পেয়ে চতুর্থ স্থানে ‘রাঙামতী তিরন্দাজ’। যৌথ ভাবে একই নম্বর পেয়ে চতুর্থ স্থানে রয়েছে আর একটি ধারাবাহিক— ‘পরশুরাম, আজকের নায়ক’। এই ধারাবাহিকও শুরু হয়েছে সপ্তাহখানেক আগেই। এরই মধ্যে এই ধারাবাহিক টিআরপি তালিকার প্রথম পাঁচে জায়গা করে নিয়েছে। পঞ্চম স্থানে ৫.৯ নম্বর পেয়ে জায়গা করে নিয়েছে ‘কথা’। যৌথ ভাবে পঞ্চম স্থানে রয়েছে ‘কোন গোপনে মন ভেসেছে’।

ষষ্ঠ স্থানে রয়েছে স্টার জলসার ধারাবাহিক ‘গৃহপ্রবেশ’। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৫.৮। এর পরেই তালিকার সপ্তম স্থানে যৌথ ভাবে রয়েছে ‘গীতা এলএলবি’ ও ‘চিরদিনই তুমি যে আমার’। দুই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৫.৭। অষ্টম স্থানে ৫.৫ নম্বর নিয়ে জায়গা করে নিয়েছে ধারাবাহিক ‘চিরসখা’।