Advertisement
২০ ডিসেম্বর ২০২৪
Sudipta

লুকিয়ে প্রেম তার পর বিয়ে, ১৪ বছরের সম্পর্কের উদ্‌যাপন সুদীপ্তার

সুদীপ্তা চক্রবর্তীকে দেখলে এখনও ‘বাহা’ চরিত্রের কথাই মনে পড়ে সকলের। স্বামী স্বর্ণশেখর জোয়ারদারের সঙ্গে ১৪ বছরের সম্পর্ক উদ্‌যাপন করলেন অভিনেত্রী।

Bengali serial Ishti Kutum actress Sudipta Chakraborty celebrates 14th years of relationship with her husband.

‘ইষ্টি কুটুম’ সিরিয়ালের অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী এবং স্বামী স্বর্ণশেখর জোয়ারদার। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৩ ১৫:২০
Share: Save:

ইদানীং যত না প্রেম বা বিয়ের খবর শোনা যায়, তার থেকেই বেশি উঠে আসে ভাঙনের কথা। বিশেষত সিনেমায় পাড়ায় ডিভোর্স আর ‘ব্রেকআপ’-এর কথা তো আকছার শুনতে পাওয়া যায়। কিন্তু আবার এমন অনেক সম্পর্ক আছে যা বহু চড়াই উতরাইয়ের মাঝে টিকে গিয়েছে। যেমন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী এবং স্বর্ণশেখর জোয়ারদারের প্রেমের গল্প। ১৭ ডিসেম্বর ১৪ বছর পূর্ণ করল তাঁদের সম্পর্ক। বিশেষ দিনে দু’জনের একটি আদুরে ছবি পোস্ট করেছেন সুদীপ্তা। যদিও দর্শক তাঁকে এখনও ‘ইষ্টি কুটুম’ সিরিয়ালের বাহা নামেই চেনেন। প্রায় ১১ বছর ধরে লুকিয়ে প্রেম করেছেন তাঁরা। ইন্ডাস্ট্রিরও কেউ জানতেন না তাঁদের সম্পর্কের কথা। এই বিশেষ দিনে কী করছেন তাঁরা? আর ১৪ বছর এ ভাবে সম্পর্ককে টিকিয়ে রাখার মন্ত্রই বা কী?

আনন্দবাজার অনলাইনকে সুদীপ্তা বললেন, “আসলে সুতো বেশি জোরে টেনে রাখতে নেই। একটু ঢিলে করে রাখতে হয়, তা হলেই আর তা ছেঁড়ে না। আর সম্পর্কের বুনিয়াদ হল একে অন্যের প্রতি সম্মান এবং বিশ্বাস। এই দিনটা প্রতি বছর আমরা পার্ক স্ট্রিটের কোনও এক রেস্তরাঁতে খেতে যাই। তবে এ বছর হবে না। সব বন্ধুরা বাড়িতে এসেছে। তাই বাড়িতেই বিরিয়ানি রান্না হচ্ছে। আরও অনেক কিছু আছে বিশেষ দিনের মেনুতে।”

তবে এত কিছুর মাঝে উপহার নিয়ে তাঁদের কোনও মাথাব্যথা নেই। এত বছরের সম্পর্কে এগুলো খুবই ছোট ব্যাপার। অনেক দিন হল সুদীপ্তাকে তেমন কোনও সিরিয়ালে দেখা যায়নি। তবে স্বর্ণশেখর পরিচালিত বেশ কিছু ছবির নায়িকা সুদীপ্তা।

অন্য বিষয়গুলি:

Tollywood News Sudiptaa Chakraborty Relationship Tollywood Couple
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy