গত সপ্তাহে মুক্তি পেয়েছে আদিত্য বিক্রম সেনগুপ্ত পরিচালিত ছবি ‘মায়ানগর’। মুক্তির পর ছবিটি দর্শক এবং সমালোচক মহলে প্রশংসিত হয়েছে। কিন্তু এক সপ্তাহের মধ্যেই ছবির শো কমছে। শুক্রবার থেকে ছবিটি কি প্রেক্ষাগৃহে দেখা যাবে, প্রশ্ন ঘুরছে সমাজমাধ্যমে।
বৃহস্পতিবার সকালেই ছবির প্রদর্শন নিয়ে আশঙ্কা প্রকাশ করে সমাজমাধ্যমে একটি পোস্ট করেন ছবির অভিনেত্রী শ্রীলেখা মিত্র। ফেসবুকে তিনি লেখেন, ‘‘শো বন্ধ হয়ে যেতে পারে মনে হচ্ছে, দর্শকের পজ়িটিভ রিভিউ সত্ত্বেও! দয়া করে আজই দেখে নিন।’’ শ্রীলেখার মতোই শিল্পী সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়ও দর্শককে জানিয়েছেন এই ছবির কথা। ফেসবুকে তিনি লেখেন, ‘‘আমি এখনও ‘মায়ানগর’ দেখিনি। কিন্তু কোনও পরিবেশক কি এগিয়ে এসে ছবিটা আরও চালাতে সাহায্য করতে পারে না। এই রকম একটা ছবির আরও দু’তিন সপ্তাহ প্রদর্শন খুবই গুরুত্বপূর্ণ।’’ নিজের পোস্টে টলিপাড়ার পরিবেশক শতদীপ সাহা এবং প্রিয়া সিনেমার কর্ণধার অরিজিৎ দত্তকে ট্যাগ করেছেন সুজয়প্রসাদ।
আরও পড়ুন:
তা হলে শুক্রবার থেকে চর্চিত ছবিটি কি দর্শক আর দেখতে পাবেন না, আনন্দবাজার অনলাইনের তরফে প্রশ্ন রাখা হয় পরিচালক আদিত্যের কাছে। তিনি জানালেন, সাতটি শো নিয়ে ‘মায়ানগর’-এর যাত্রা শুরু হয়। দক্ষিণ কলকাতার দুটি মাল্টিপ্লেক্সে গত কয়েক দিন ধরেই ছবিটি হাউসফুল হচ্ছে। আদিত্যের কথায়, ‘‘শুক্রবার থেকে এই দুটো হলেই ছবিটা চলবে জানি। বাকি শোগুলো থাকবে না।’’
ছবির শো কমে যাওয়ায় তাঁর মনে কি কোনও খারাপ লাগা কাজ করছে? আদিত্যের গলায় হতাশা ফুটে ওঠে, ‘‘অন্য হলে তো দর্শক ছবিটা দেখতেই গেলেন না। তাই শো কমলেও আমার তো কিছু করার নেই। তার মধ্যেই যে প্রতিক্রিয়া পেয়েছি, আমি আপ্লুত।’’ পাশাপাশি আদিত্য জানালেন, টলিপাড়ায় ছবির পরিবেশনার ধরন সম্পর্কেও তাঁর বিশেষ জ্ঞান নেই। পরিচালকের কথায়, ‘‘তাই শো নিয়ে নেওয়া হলে বা কখন কোন শো থাকবে, এই বিষয়গুলো আমার ঠিক জানা নেই। আমাদের শো কম জানি। তার মাঝেও দর্শক ছবিটা দেখতে আসছেন বলে ভাল লাগছে।’’
গত বছর অভিনন্দন বন্দ্যোপাধ্যায় পরিচালিত ‘মানিকবাবুর মেঘ’ ছবিটি নন্দনে ১০০ দিন সম্পূর্ণ করে। এই ছবিটিও তথাকথিত ‘বড় বাজেট’-এর ছবি নয়। তবে দর্শকের ভালবাসা ও প্রশংসা কুড়িয়েছিল। এই মুহূর্তে নন্দনে কোনও বাংলা ছবি প্রদর্শিত হচ্ছে না। কিন্তু আদিত্য নন্দন নিয়ে আশাবাদী। বললেন, ‘‘নন্দনে ছবি দেখানো শুরু হলে তখন আমাদের জায়গা দেওয়া হবে বলে জানানো হয়েছে।’’